• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএম কলেজে বিশ্ব দর্শন দিবস পালন

report71
প্রকাশিত নভেম্বর ২১, ২০১৯, ১৩:৩৬ অপরাহ্ণ
বিএম কলেজে বিশ্ব দর্শন দিবস পালন

বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে সকাল ১১টায় বিএম কলেজের দর্শন বিভাগের আয়োজনে বিশ্ব দর্শন দিবস-২০১৯ উপলক্ষে সেমিনার ও ‘প্রজ্ঞা’ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। যার বিষয় ছিলো জনদর্শন এবং এর প্রাসঙ্গিকতা। বিএম কলেজ দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান। উদ্বোধক ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি আলেকান্দা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: মাসুদ আলম। আলোচক হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চা শিক্ষা অধিদফতরের বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো: মোয়াজ্জেম হোসেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো:আসাদুজ্জামান,সরকারি ফজলুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.এস.এম হাবিবুল ইসলাম।এছাড়াও উক্ত আয়োজনে বিএম কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন,অন্যান্য শিক্ষকবৃন্দ ও ছাতৃনেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।সেমিনারের পরে দর্শন বিভাগের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শুরুর পূর্বে একটি বর্নাট্য শোভাযাত্রা কলেজের অভ্যন্তরে ও বাহিরে প্রদক্ষিন করে।