আপডেট: নভেম্বর ২১, ২০১৯
যুবলীগের উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরীকে তার বনশ্রী বাসা থেকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তাকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়। এসময় বাসায় তার স্ত্রী খাদিজা খাতুন ছিলেন।
তিনি বলেন, ৫ জন লোক তাদের ৫ তলার ফ্লাটে এসে নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। তারা স্বামী রফিকের সাথে কথা আছে আর চা খাবে বলে বাইরে নিয়ে যায়। এসময় তিনি বাধা দিলে তারা বলে, এতে আপনার স্বামীর ক্ষতি হবে। আমরা নিয়ে যাচ্ছি, পরে চলে আসবে। তারা জোর করে বাসা থেকে নিয়ে যায়। বাইরে বাসার সামনে পার্ক করে রাখা একটি সাদা রংয়ের মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। থানা পুলিশের কাছে যোগাযোগ করেও তারা রফিকের অবস্থান জানতে পারছেন না।
রফিকের রাজনৈতিক সহকর্মী যুবলীগের উত্তরের সদস্য খালেদ মাহমুদ বেনু বলেন, মাইক্রোবাসের নাম্বার যেটা ছিল, তা তারা চেক করে দেখেছেন। নাম্বার প্লেটটি পিক আপের। রফিক এবার যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানান বেনু।