আপডেট: নভেম্বর ২১, ২০১৯
আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেল সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ। পরিবেশ আন্দোলনে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে এই পুরস্কারে দেয়া হয়েছে। পুরস্কার পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই জলবায়ুকর্মী। মাত্র ১৬ বছর বয়সে এই পুরস্কার অর্জন করেন গ্রেটা।
ডাচ সংস্থা কিডসরাইট তাকে এই পুরস্কার দিয়েছে। তবে জাতিসংঘের এক সম্মেলনে যোগ দেয়ার জন্য নিজে পুরস্কারটি নিতে পারেননি গ্রেটা। তার হয়ে পুরস্কার নিয়েছেন জার্মান জলবায়ুকর্মী লুইসা মারি নাবুর।
এছাড়া বোকো হারামের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াইয়ে এই পুরস্কার পেয়েছেন ক্যামেরুনের শান্তিকর্মী দিভিনা মালুম।
২০১৮ সালে ‘জলবায়ুর জন্য স্কুলে ধর্মঘট’ শ্লোগানে প্ল্যাকার্ড নিয়ে সুইডেনের পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে আলোচনায় আসেন থানবার্গ।