১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

অক্সফোর্ড মিশনের কোটি টাকা আত্মসাতের ঘটনায় চলছে তদন্ত

আপডেট: নভেম্বর ২৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সাঈদ পান্থ ॥ বরিশালের ঐতিহ্যবাহি অক্সফোর্ড মিশনের দুইটি স্কুলের প্রায় কোটি টাকা স্কুল ফান্ড থেকে আত্মসাতের ঘটনায় তদন্ত চালাচ্ছে জেলা শিক্ষা অফিস। এর আগে স্কুলের সব নথি তলব করেছিল। তদন্তের ধারাবাহিকতায় রোববার হাই স্কুলে তদন্তে এসেছিলেন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এ দিকে স্কুল ফান্ড থেকে অর্থ আত্মসাতের ঘটনায় সর্বমহলে চলছে আলোচনা-সমালোচনা ও ক্ষোভ। পাশাপাশি স্বচ্ছ ঐতিহ্যবাহি একটি প্রতিষ্ঠানে এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠছে খ্রিষ্ট্রান সম্প্রদায়ের নেতৃবৃন্দ। তারা সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবী জানিয়েছেন।
অনুসন্ধানে জানা গেছে, ফাদার ফ্রান্সিস পান্ডে প্রায় ৪০ বছর ধরে সুনামের সাথে এই মিশনের দ্বায়িত্ব পালন করেন। বর্তমানের তিনি বৃদ্ধ হওয়ায় নতুন করে গত ২০১৫ সালের জুলাই মাসে জন হালদার ফাদার হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন। ফাদার জন হালদার ফাদার হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে নানা বির্তকিত কর্মকান্ড ঘটে এই মিশনে। জানা গেছে, চার্চ অব বাংলাদেশের আওতাধীন ও মালিকানাধীন অক্সফোর্ড মিশন এপিফানি গীর্জা। ফাদার জন হালদার ও তার অনুসারী কয়েকজনকে নিয়ে একটি ভিন্ন ট্রাস্ট গঠন করে অত্র চার্চের জমি হস্তান্তরের চেষ্টা চালায়। এ ঘটনায় এই চার্চের মডারেটর বিশপ ও ডেপুটি মডারেটর বিশপসহ সিনট কমিটির হস্তক্ষেপে তারা বাস্তবায়ন করতে পারেনি। এর পর দৃষ্টি পরে অক্সফোর্ড মিশন হাই স্কুল ও প্রাইমারীর উপর। চার্চের নিয়ম অনুযায়ী দুইটি স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতি হবেন মডারেটর বিশপ। সে অনুযায়ী যুগের পর যুগ স্কুল দুইটি পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ বছর ধরে এই মিশন ঢাকা ডায়োসিস এর আওতায় ছিল। কিন্তু সদ্য বরিশালে আলাদা ডায়োসিস ঘোষনা হওয়ায় এখানে ডেপুটি মডারেটর বিশপ হিসেবে নিয়োগ পান সৌরভ ফলিয়া। সে অনুযায়ী দুইটি স্কুলেরই ম্যানেজিং কমিটির সভাপতি হন ডেপুটি মডারেটর বিশপ সৌরভ ফলিয়া। কিন্তু সৌরভ ফলিয়া দায়িত্ব পাওয়ার আগে থেকেই নতুন ফাদার জন হালদারের কুট-কৌশলে অক্সফোর্ড মিশন হাই স্কুলের হিসাব পরিচালনার জন্য ম্যানেজিং কমিটির সভাপতিকে বাদ দিয়ে প্রধান শিক্ষক, ফাদার ফ্রান্সিস পান্ডে ও ফাদার জনকে মনোনীত করেন ফাদার ফ্রান্সিস পান্ডে। যা তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে করেছেন। সৌরভ ফলিয়া ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া সত্বেও স্কুল ফান্ড থেকে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে তারা মোট ৭৩ লাখ ৯২ হাজার ৪৭৬ টাকা উত্তোলন করে নিয়ে যায়। এ বিষয়ে অক্সফোর্ড মিশন হাই স্কুলের শিক্ষক-কর্মচারীরা ফাদার ফ্রান্সিস ও জন এর বিরুদ্ধে ডেপুটি মডারেটর বিশপ সৌরভ ফলিয়া কাছে গত ১৮ নভেম্বর সুনির্দিষ্টভাবে অভিযোগ পত্র দাখিল করেন। যদিও ফান্সিস ও জন ম্যানেজিং কমিটির কোন পদে নেই। তবে তারা নিজেদেরকে ম্যানেজিং কমিটির উপদেষ্টা হিসিবে জাহির করে নানা অপকর্ম করছেন। তিনি জন হালদারের প্ররোচনায় অর্থ উত্তোলন, বিদ্যালয় পরিচালনায় ও সকল ক্ষেত্রে একক সিদ্ধান্ত গ্রহন করছেন। এমনকি এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতিকেও অবহিত করেন না। সর্বশেষ বিদ্যালয়ের ফান্ট থেকে গত ২০১৮ সালের ৪ ডিসেম্বর ১০ লাখ টাকা ও ২০১৯ সালের ৬ ফেব্রুয়ারী ১৫ লাখ টাকা সেন্টার অফিস ট্যান্সফার নামে উত্তোলন করা হয়েছে। এছাড়া শিক্ষকদের গ্রাচ্যুইটি বন্ধ করে দিয়েছেন ফাদার ফ্রান্সিস। যদিও এই ফান্টে ৬ লাখ টাকার বেশী রয়েছে বলে শিক্ষকরা জানান। একইভাবে অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুলের সভাপতি ডেপুটি মডারেটর বিশপ সৌরভ ফলিয়াকে স্কুলের ফান্ড থেকে টাকা উত্তোলন করে দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন জন হালদার ও ফান্সিস পান্ডে। পরে সৌরভ ফলিয়া ব্যক্তিগত ব্যস্ততার অজুহাত দেখিয়ে সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। এর পর প্রভাব খাটিয়ে ফাদার ফ্রান্সিসকে সামনে রেখে (ঢাল হিসেবে ব্যবহার করে) স্কুলের সভাপতি হন বিতর্কিত ফাদার জন হালদার। জন হালদার স্কুলের ফান্ড থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেন। তবে এই টাকা স্কুলের কোন কাজে ব্যবহার করা হয়নি বলে স্বীকার করেছেন স্কুলের শিক্ষকরা। স্কুলের প্রধান শিক্ষক মেরি রায় জানান, স্কুলের ফান্ড থেকে ২২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। তবে এই টাকা স্কুলের জন্য ব্যায় করা হয়নি।
এ বিষয়ে ফাদার ফ্রান্সিস পান্ডের কোন মন্তব্য পাওয়া যায়নি। যদিও বিতর্কিত ফাদার জন হালদার বলেন, ‘হাইস্কুল থেকে যে ভাবে টাকা উত্তোলন করা হয়েছে। সেই ভাবেই প্রাইমারীর টাকাও জেনারেল ফান্ড করার জন্য উত্তোলন করা হয়েছে। আর টাকা উত্তোলনের আগে ম্যানেজিং কমিটি দিয়ে পাশ করা হয়েছে। হাইস্কুলের টাকা উত্তোলনের বিষয়ে পূর্বের ম্যানেজিং কমিটির সভাপতি পাশ করে গেছেন।’ চার্চ অব বাংলাদেশের সাবেক মডারেটর ও হাইস্কুলের সাবেক সভাপতি বিশপ পল শিশির সরকার বলেন, ‘যা পাশ করা হয়েছে তা রেজুলেশনে রয়েছে। ৭৪ লাখ টাকার বিষয়ে মিথ্যাচার করা হচ্ছে। তবে সে সময়ে স্কুলের হোস্টেল ভবন নির্মানের জন্য আমি ২০ লাখ টাকা পাশ করে আসছিলেন। বাকি টাকার বিষয়ে আমার জানা নেই।’
বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের বরিশালের সভাপতি নরবার্ট নিপু অধিকারী বলেন, ‘এভাবে কোন ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্নীতি ঘটতে দেয়া যায় না। এদের কারণে ঐতিহ্যবাহি এই প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন হচ্ছে। যার কারণে আমরা আজ ইমেজ সংকটে পরেছি।’ তিনি বলেন, ‘ধর্মীয় লোক এমন অপকর্ম করবে তা আমরা ভাবতেও পারি না। নতুন ফাদার জন হালদার আসার পরই এ বির্তকের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ট তদন্ত করে বিচারের দাবী জানাচ্ছি। পাশাপাশি আমরাও সভা করে পদক্ষেপ নেব।’
বরিশাল জেলা শিক্ষা অফিসার মো: আনোয়ার হোসাইন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমি গিয়েছিলাম। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এর বিস্তারিত জানা যাবে ও ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘অক্সফোর্ড মিশনের বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। পাশাপাশি শিক্ষকদের সমস্য নিয়েও দুই পক্ষের সাথে আলোচনা করা হবে। এক কথায় স্কুলের জন্য যা ভাল সেটাই করা হবে।’ ##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network