২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ববি’র লোক প্রশাসন বিভাগের ছাত্র কল্যাণ সমিতি নির্বাচন সম্পন্ন

আপডেট: নভেম্বর ২৭, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
অনুপ চক্রবর্তীঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ পাবলিক এডমিনিস্ট্রেশন (SWAP) নির্বাচন- ২০১৯ এ সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন অভিষেক রায় ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাসান মাহমুদ।
আজ ২৬ নভেম্বর লোক প্রশাসন বিভাগে দ্বিতীয় বারের মত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক সিরাজিস সাদিক ও তাসনিয়া সুমাইয়া এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফা আক্তার। ভোট গণনা শেষে বিকাল ৫ টা নাগাদ প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনারদ্বয় এবং বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। নির্বাচনে অভিষেক রায় ১৫৮ ভোট পেয়ে সহ-সভাপতি, মোঃ হাসান মাহমুদ ৯৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে মোঃ খালিদ হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে পদাধিকার বলে এই সমিতির সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান রিফাত মাহমুদ বলেন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিষয়ক গুণাবলীর বিকাশ এবং গণতন্ত্র চর্চার মাধ্যমে ভবিষ্যতেও একটি সুন্দর রাষ্ট্র  গঠনে যাতে তারা অগ্রগণ্য  ভূমিকা পালন করতে পারে সেই উদ্দেশ্যে আমাদের এই উদ্যোগ। নির্বাচিত প্রতিনিধিরা বিভাগের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে নানান সুষ্ঠু কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নিজেদের এবং বিভাগের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে বিভাগের ছাত্র কল্যাণ সমিতি’র নির্বাচন ব্যবস্থা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়েছে লোক প্রশাসন বিভাগ থেকে।
  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network