• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে বোমা ফাটিয়ে স্বর্নের দোকানে ডাকাতি

report71
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯, ০৯:৩৮ পূর্বাহ্ণ
বরিশালে বোমা ফাটিয়ে স্বর্নের দোকানে ডাকাতি

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার মুলাদীতে বোমা ফাটিয়ে স্বর্নের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে এ ঘটনা ঘটে। ২০/২৫ সদস্যের একদল ডাকাত সদস্য সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মুলাদী বাজারে প্রবেশ করে। এসময় তারা বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অস্ত্রের মুখে গার্ডদের জিম্মি করে বাজারের তিনটি স্বর্নের দোকান ও একটি মুদি দোকানে লুটপাট চালায়। এসময় মোট ২৫ ভরি স্বর্নালংকার ও নগদ লাখ টাকার ওপরে লুট করে নেয় ডাকাতরা। আধঘন্টার লুটপাট শেষে তারা নদী পথে পালিয়ে যায়।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাইমুল হক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পাশাপাশি ডাকাতদের গ্রেফতারের অভিযান চলছে।