ইতালি প্রতিনিধিঃ
চিনের করোনা ভাইরাস আতঙ্কে ইতালিয়ান নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীরা।গত ৩০শে জানুয়ারী রোমের ভিয়া কাবুর এর একটি হোটেলে একজন চিনা নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়।
সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতালি জুড়ে সতর্কতা জারী করা হয়েছে। এদিকে সকল হাসপাতালে সন্দেহ মূলক রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে ইতালিয়ান টিভি এবং সংবাদ পত্র গুলো সার্বক্ষনিক সংবাদ প্রচার করছে।
রোম চায়নাদের ঘনবসতি হওয়ায় রোম প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা বিরাজ করছে।
ইতালি মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা শাহ প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্য বলেন যতদুর পারেন আপনারা চায়না নাগরিক থেকে দুরে থাকুন ।
পর্যটক এলাকায় মাস্ক ব্যবহার করুন।
ইতালি বাংলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু বলেন আতঙ্কের কিছু নেই তবে সতর্ক হওয়া জরুরী।