২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

শিক্ষক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হলেন ড. খোরশেদ আলম

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

ববি প্রতিনিধি ::

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ফেডারেশনের এক সাধারণ সভার পর ২০২০-২১ সালের জন্য নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. মোঃ খোরশেদ আলম।

তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এএ মামুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর তারেক আলী।

কোষাধ্যক্ষ- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. নূরে আলম আবদুল্লাহ।

যুগ্ম মহাসচিব- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আরিফা রহমান রুমা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ড. স্বপন চন্দ্র মজুমদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. সাইদুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদ, প্রচার, প্রকাশনা ও দফতর সম্পাদক- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আনোয়ারুল আজিম।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- অধ্যাপক ড. একেএম মাসুদ, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিন ও অধ্যাপক ড. পল্লব কুমার চৌধুরী।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network