১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

শাকিব-বুবলীর মুখে ‘তুমি আমার জীবন’ (ভিডিও)

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

যারা বাংলাদেশি চলচ্চিত্র দেখেন তাদের মুখে মুখে একটি গান এখনও শোনা যায়।

‘তুমি আমার জীবন’ কালজয়ী গানটি মনে ধরেছে এ দেশের দর্শক-শ্রোতাদের।

অমর নায়ক জাফর ইকবাল ও ববিতা অভিনীত অবুঝ হৃদয় ছবির গানটি যে একবার শুনেছে, আবার শোনার আগ্রহ দেখিয়েছে।

বহুল চর্চিত এই গানটিতে এবার ঠোঁট মিলিয়েছেন এ যুগের মিষ্টি জুটি শাকিব খান ও বুবলী।

তাদের মুখে গাওয়া গানটি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা একটি ছবিতে ব্যবহার হচ্ছে।

এরই মধ্যে গানটি ইউটিউবে ছাড়া হয়েছে।

ব্যাপক সাড়া পাওয়া গেছে।

গানটি লিখেছেন– আহমেদ ইমতিয়াজ বুলবুল।

মূল গানে সুর দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

গানটি শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘বীর’-ছবিতে ব্যবহার হচ্ছে।

ছবিটি ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে।

শাকিব খান ফিল্মসের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশ পায়।

গানটি প্রকাশের পর পরই এতে সাড়া পড়ে যায়।

শাকিব-বুবলীর মাঝে জাফর-ববিতাকে খুঁজে পেয়েছেন দর্শক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ওয়ালে ওয়ালে শেয়ার হতে থাকে গানটি।

ভাইরাল হয়ে যায় মুহুর্তেই।

গানে শাকিব বুবলীকে বেশ রোমান্টিক মুডেই দেখা গেছে।

নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ইমরান ও কোনাল।

কবির বকুলের লেখা এ গানটিতে সংগীতায়োজন করেছেন আকাশ সেন।

‘বীর’ ছবিতে শাকিব খান, বুবলী ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, নাদিম, জাদু আজাদ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network