২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

রেললাইনে দাঁড়িয় সেলফি : স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

কুড়িলে রেললাইনের ওপর দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে সেলফি তোলার সময় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে নিহতের সঙ্গে থাকা বন্ধু।

নিহত স্কুলছাত্রের নাম মো. ইমরান (১৬)।

আহত অপর স্কুলছাত্র হলো আল রাফি (১৬)।

গতকাল রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণ পাড়ার শাহ আলমের ছেলে।

ইমরান ও রাফি দু’জনই স্থানীয় গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির এসআই মো. মহিউদ্দিন বলেন, সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছে।

এ ঘটনায় আহত অপর এক ছাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ময়নাতদন্তের জন্য ইমরানের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের চাচা আল আমিন জানান, বাসা থেকে সকালে স্কুলের উদ্দেশে বের হয় ইমরান।

পরে পরিবারের লোকজন তার বন্ধুদের মাধ্যমে জানতে পারে ইমরান কুড়িলে ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে।

দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে তারা ইমরানকে মৃত দেখতে পান।

ঘটনার সময় উপস্থিত ইমরানের সহপাঠীদের বরাতে জানা যায়, ইমরান বন্ধুদের সঙ্গে স্কুল ফাঁকি দিয়ে ঘুরতে বের হয়েছিল।

কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেন আসার সময় আল রাফি সেলফি তুলছিল, আর পেছনে দাঁড়িয়েছিল ইমরান।

এ সময় ট্র্রেনের ধাক্কায় দুজনে আহত হয়।

পরে স্থানীয় ব্যক্তিরা দুজনকে উদ্ধার করে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে ইমরানকে মৃত ঘোষণা করেন।

ছবিতে দেখা যায়, রেল লাইনের ওপর রাফিকে সেলফি তুলতে এবং ইমরানকে পাশে দাঁড়িয়ে থাকতে।

এ সময় তাদের কিছুটা পেছনে ওই লাইন দিয়ে এগিয়ে আসা ট্রেনটিও ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network