২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রাজধানীর খিলক্ষেতে নাসিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়।

নিহত নাসিমা আক্তার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল দীঘিরপাড় গ্রামে মহসীন মাতব্বরের স্ত্রী।

তিনি কালামৃধা ইউনিয়নের ভাষড়া গ্রামের সালাম শেখের মেয়ে।

স্বামীর পরিবারের সদস্যরা জানায়, নাসিমা তার স্বামী মহসীন মাতব্বরকে নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করতেন।

সোমবার রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তারা ঘুমাতে যায়।

গভীর রাতে শব্দ পেয়ে স্বামী মহসীন মাতব্বরের ঘুম ভেঙ্গে গেলে অসুস্থ অবস্থায় নাসিমাকে দেখতে পান।

পরে তাকে আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামীর পরিবারের সদস্যরা তার লাশ ঢাকা থেকে শ্বশুরবাড়িতে নিয়ে আসেন।

এ দিকে স্থানীয়রা জানান, নিহত নাসিমার পিতা-মাতা ভারতে থাকায় লাশটি দ্রুত দাফন করতে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহসীনের পরিবারের কাছে নাসিমার মৃত্যুর কারণ জানতে চায়।

তারা পুলিশকে জানায়, স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন।

তবে প্রয়োজনীয় কাগজপত্রাদি দেখাতে না পারায় পুলিশ লাশটি উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান জানান, কি কারণে নাসিমার মৃত্যু হয়েছে তার উপযুক্ত কাগজপত্র তারা দেখাতে পারেননি।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে লাশটির ময়নাতদন্ত করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network