১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গায়েবি কবর ভেঙে দিলেন কাউন্সিলর

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রামপুরা এলাকায় নিজ বাড়িতে কবর বানিয়ে গায়েবি কবর বলে গুজব রটানোর পর সেই কবর ভেঙে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।

গায়েবি কবরকে মাজার বানিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করাই ছিল তার মূল উদ্দেশ্য।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রামপুরা এলাকার ৪৮/১৪ বৌ বাজার, পূর্ব হাজী পাড়ার আব্দুল মালিকের ঘরের মধ্যে থাকা কবর ভেঙেদেন স্থানীয়রা।

সেসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকত।

স্থানীয়দের অভিযোগ বাড়ির মালিক আব্দুল মালিক মিয়া ঘরের মধ্যে কবর তৈরি করে গায়েবি বলে জনগণের সঙ্গে প্রতারণা করছিলেন।

এনিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়।

কয়েক দিন ধরে এই গায়েবি কবর দেখতে মানুষ ভিড় জমান আব্দুল মালিকের বাড়িতে।

কবরটি আসলে গায়েবি কিনা তা খতিয়ে দেখতে স্থানীয়া উদ্যোগ নেন।

ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে কবর খোঁড়া হলে কনক্রিট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

আর যাতে এমন প্রতারণা না করেন সেজন্য তার কাছ থেকে অঙ্গীকার নামা নেয়া হয়।

এ ব্যাপারে ২৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত হোসেন শওকত বলেন, এই আব্দুল মালিক জনগণের সঙ্গে প্রচারণা করার জন্য গায়েবি কবর বলে মাজার তৈরি করতে চেয়েছিল, তাই স্থানীয়দের নিয়ে কবরটি ভেঙে দিয়েছি।

এলাকার গণ্যমান্য সকলে ছিলো।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network