২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

সন্ত্রাসীদের ব্রাশফায়ার : আওয়ামী লীগ নেতা নিহত

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমা (৫৫) নিহত হয়েছে।

এ সময় ঘটনাস্থলে বসে থাকা আরো এক ব্যক্তির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

এ হামলায় আহত হয়েছেন আরো ৫ জন।

আহতরা হ‌চ্ছেন, সা‌বেক মেম্বর উ চ থোয়াই মারমা (৬৫), যুবলীগ নেতা মং ক্য চিং মারমা (২৫), যুবলী‌গ নেতা হ্লা মং চিং মারমা (৩০), ক্য সা মং (৪৫) ও আদ সে মারমা (২৬)।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হচ্ছে না।

তিন বছর আগে একই গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংপু মারমাকে অপহরণ করে নিয়ে যায়।

এখনো তার কোনো সন্ধান মিলেনি।

বান্দরবান সদর থানার ওসি সহিদুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার পর রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

তিনি জানান, এ ঘটনায় নিহত ও আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫ সদস্যের একটি সশস্ত্র সন্ত্রাসী দল বাজারের পেছনের খাল থেকে উঠে আসে।

এদের মধ্য থেকে ৯ জন দোকানের আশপাশে পজিশন নিয়ে দাঁড়ায়।

একজন অস্ত্র উঁচিয়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

এরপর আরো কয়েক রাউন্ড ব্রাশফায়ার করতে করতে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এতে দোকানে থাকা আরো ৫ জন আহত হয়েছে।

এ সময় দোকানে বসে থাকা বা চ খয় (৬৩) ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেন।

তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু ঘটেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বান্দরবান জেলা আওয়ামী লীগ বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল করেছে।

বান্দরবান জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেছেন, এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে।

তিনি সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network