১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

রোমে তুসকোলানা নারী সংস্থার আয়োজনে বসন্ত বরন উৎসব

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
  • ইতালি প্রতিনিধি

আজ বসন্তের শুভক্ষণে, কত গান গেয়ে যাই সুর ধরে।

তবু গান হয়নাতো সেই সুরে, মনে পড়ে ফেলে আসা সেই ফাগুনটাকে………………… ফাগুনের রক্তে রাঙা কৃষ্ণচূড়ার আগুন লাগা শুভেচ্ছা রইলো সকলকে এমন সুরে সুরে ইতালির রোমে তুসকোলানা নারী সংস্থার আয়োজনে বসন্ত বরন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোমের তুসকোলানা চিকেন কিং “রেস্তরাঁর হল রুমে অনুষ্ঠিত এই উৎসবে সভাপতিত্ব করেন তুসকোলানা নারী সংস্থার সভাপতি মেরিন খান।

সাধারণ সম্পাদক রুবাইয়াত ইসলাম রীতি’ র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালিস্থ মহিলা সমাজ কল্যান সমিতির সভাপতি লায়লা শাহ।

বিশেষ অতিথি ছিলেন মহিলা সংস্হার সভাপতি সৈয়দা আরিফা।

এ ছাড়া বসন্ত বরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুসকোলানা নারী সংস্থার সিনিয়র সহ সভাপতি সোনিয়া রহমান, সহ সভাপতি বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক সিলভিয়া।

এ সময় হলুদ শাড়ীতে সেজে ছিল নারী সংগঠনের নেতৃবৃন্দ।

তুসকোলনা নারী সংস্থার নেতৃবৃন্দ বলেন প্রবাসে থাকলেও আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি ভুলে যাইনি।

নারী সংস্থা সব সময় সামাজিক অনুষ্ঠান গুলো আয়োজন করেছে আগামীতেও করবে।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর ঢাকা সমিতি’র মহিলা সম্পাদিকা শাহেরা বানু রানী, নারগিস হাওলাদার, তহমিনা আক্তার, বাংকার সমিতির প্রধান উপদেষ্টা তারা মিয়া, সহ সভাপতি শাহ জাহান সাহেদ,  সাংগঠনিক সম্পাদক সুমন হাওলাদার প্রমূখ।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network