২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

দিল্লির পরিস্থিতি নিয়ে সরব তারকারা

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ভারতের দিল্লির মুসলিমদের ওপর চলছে বর্বর নির্যাতন।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ।

ক্রমাগত বাড়ছে মৃত্যুর সংখ্যা ।

এখন পর্যন্ত সেখানে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

আহতের সংখ্যা ২০০।

এই পরিস্থিতিতে গর্জে উঠেছেন শিল্পী ও কলাকুশলীরা।

মিমি চক্রবর্তী থেকে অনির্বাণ ভট্টাচার্যরা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী জানিয়েছেন, মোরা একি বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান আর নি।

মোরা রাম-রহিম ভাই ভাই আর নই। নজরুল মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন বার্তা দিয়েছেন।

দিল্লির ঘটনা নিয়ে সরাসরি বিজেপির আইটি সেলকে তোপ দেখেছেন অনির্বাণ ভট্টাচার্য।

তার প্রশ্ন দিল্লিতে যা ঘটছে, তা কীভাবে ঘটছে তা বিজেপির আইটি সেলই বলুক।

কারণ তারাই তো দেশ চালাচ্ছেন।

২৫ ফেব্রুয়ারি সংহতির বার্তা দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

তিনি কবিগুরুর ভাষাকে পাথেয় করে লেখেন– অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূর্ব-পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা।

জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!

জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।’

দিল্লির এই পরিস্থিতি নিয়ে একটি টুইটে মতপ্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব।

তিনি বলেছেন, আমি দেখছি না দিল্লি পুড়ছে.., আমি দেখছি মনুষ্যত্ব কুঁকড়ে যাচ্ছে’।

বুধবার নুসরত সোশ্যাল মিডিয়ায় লেখেন– ‘ইউ এবং আই ছাড়া অসম্পূর্ণ আমরা।’

যে ছবিটির মধ্যে লেখা রয়েছে মুসলিম-হিন্দু।

কিন্তু এই দু’টো শব্দ থেকেই তিনি বাদ দিয়েছেন ” এবং ‘I’ অক্ষরটি।

আর এমন ভাবনা পেশ করেই তিনি দিল্লি নিয়ে নিজের মত প্রকাশ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network