কাজ করতে করতে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম।আর প্রেম থেকেই অবশেষে বিয়ের পিড়িতে বসলেন মডেল ও অভিনেতা সৈয়দ জামান সাওন ও অভিনেত্রী মুমতাহিনা টয়া।
প্রতি চার বছর পর পর আসে লিপ ইয়ার।
লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতেই বিয়ের জন্য ২৯শে ফেব্রুয়ারিকেই বেছে নিয়েছেন এই তারকা জুটি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে তাদের গায়ে হলুদ অনুষ্ঠিত হয় ঘরোয়া ভাবে।
ঘরোয়া অনুষ্ঠানে মেহেদি উৎসবে উপস্থিত ছিলেন সাফা কবির,সিয়াম ও অবন্তি,সাওন এবং টয়ার কাছের বন্ধুরা।
আরো উপস্থিত ছিলেন বর-কনের পরিবারের ঘনিষ্ঠ জনেরা।
বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে টয়া বলেন,সবকিছু আসলে হঠাৎ করেই হয়ে গেলো।
এ বিষয়ে আমাদের কাছের কয়েকজন জানতেন শুধু।
লিপ ইয়ারের এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই আজকে বিয়ের তারিখ ধার্য করা হয়েছে।
সামনে আয়োজন করে সবাইকে নিয়ে অনুষ্ঠান করা হবে।আমাদের জন্য সবাই দোয়া করবেন।