২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

সুন্দরবন-১৪ ল‌ঞ্চের দড়ি ছি‌ড়ে পুলিশসহ ১০ যাত্রী আহত

আপডেট: মার্চ ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীতে ল‌ঞ্চের রশি ছি‌ড়ে পু‌লিশ সদস্যসহ অন্তত ১০ জন যাত্রী আহত হ‌ওয়ার ঘটনা ঘটেছে।

আহত‌দের ম‌ধ্যে আশংকাজনক অবস্থায় বগা পু‌লিশ ফা‌ড়ির এক কন‌স্টেবল ও ৮ বছ‌রের এক শিশু‌কে তাৎক্ষ‌নিকভা‌বে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

অপর আহত‌দের প্রাথ‌মিকভা‌বে চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার রাত সা‌ড়ে ৭টার দি‌কে পটুয়াখালীর বাউফল উপ‌জেলার বগা লঞ্চঘা‌টে ঢাকাগামী বিলাসবহুল এম‌ভি সুন্দরবন-১৪ লঞ্চের দড়ি ছিড়ে এ দুর্ঘটনা ঘ‌টে।

জানা গেছে, ঘটনার পর লঞ্চ‌টি দেড় ঘন্টা আট‌কি‌য়ে রাখা হয়।

এরপর আহত‌দের সব ধর‌নের চি‌কিৎসাসেবা লঞ্চ কর্তৃপক্ষ বহন করার শর্তে লঞ্চ‌টি রাত ৯টার দি‌কে বগা থে‌কে ঢাকার উদ্দেশে ছে‌ড়ে যায়।

প্রত্যক্ষদর্শী হারুন অর র‌শিদ না‌মের স্থানীয় বা‌সিন্দা জানান, ‘দড়িটি ছি‌ড়ে গি‌য়ে পল্টু‌নে থাকা যাত্রী‌দের ওপর ছিট‌কে প‌ড়ে লঞ্চটি।

এ সময় পু‌লিশ কন‌স্টেবল আবুল হো‌সেনসহ অন্তত ১০ জন যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

এদের অনেকেই পা‌য়ে এবং হা‌তে আঘাত পে‌য়ে‌ছেন।’

ল‌ঞ্চের সুপারভাইজার মো. ইউনুস মিয়া জানান, ‘সন্ধ্যা সোয়া ৭টার দি‌কে লঞ্চ‌টি বগা ঘা‌টে ভিড়ে যাত্রী উঠা‌তে থা‌কে।

কিছুক্ষণ পর এম‌ভি জামাল-৫ নামের অন্য এক‌টি লঞ্চ যাত্রী উঠা‌নোর জন্য ওই ঘা‌টে ভিড়ে।

এ সময় স্রো‌তের টা‌নে সুন্দরবন-১৪ ল‌ঞ্চের দ‌ড়ি আচমকা ছি‌ড়ে যায়।

এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

তি‌নি ব‌লেন, ‘ওই দড়ি আগে থে‌কেই দুর্বল ছিল। তাই হয়‌তো স্রো‌তের টা‌নে ছি‌ড়ে যায়।

এ ঘটনার পরপর উপ‌স্থিত পু‌লিশ কর্মকর্তাদের সঙ্গে মা‌লিকপ‌ক্ষের দেড় ঘন্টা আলাপ-আলোচনা হয়।

আহতদের চিকিৎসাসেব লঞ্চ কর্তৃপক্ষ বহন করবে সমঝোতার পর লঞ্চ‌টি ঢাকার উদ্দেশে ঘাট ছাড়ে।’

দুর্ঘটনার বিষয়ে পটুয়াখালী নৌবন্দ‌রের সহকারী প‌রিচালক খাজা সা‌দিকুর রহমান বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি লঞ্চ‌টি পটুয়াখালী-ঢাকা রু‌টে চলাচ‌লের জন্য উদ্বোধন হয়।

কিন্তু লঞ্চ‌টির তুলনায় এর দ‌ড়ি পুরনো হওয়ায় আজ‌কে এই দুর্ঘটনা ঘ‌টল।

ল‌ঞ্চের মাস্টার ও সুকা‌নি‌কে সব‌কিছু ঠিক ক‌রে যেন ফির‌তি যাত্রা শুরু ক‌রে বলে নিদের্শনা দেয়া হয়েছে।

এ বিষয়ে তা‌দের‌কে সতর্কবার্তা দিয়ে চিঠি দেয়া হ‌বে।’

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার মোস্তা‌ফিজুর রহমান জানান, ‘খবর শু‌নে তাৎক্ষ‌নিকভা‌বে সহকারী পু‌লিশ সুপার মো. ফারুক হো‌সেনসহ অন্যান্য পু‌লিশ সদস্যরা সেখা‌নে হা‌জির হ‌য়ে আহত‌দের ব‌রিশা‌লে পাঠা‌নোর ব্যবস্থা করেন।

প‌রে লঞ্চ‌টিকে ছে‌ড়ে দেয়া হয়।’

তি‌নি জানান, ‘যে‌হেতু এটি এক‌টি অনাকা‌ঙ্ক্ষিত দুঘর্টনা তাই লঞ্চ‌টি না আট‌কি‌য়ে যাত্রী‌দের কথা মাথায় রে‌খে ছে‌ড়ে দেয়া হ‌য়ে‌ছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network