২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

কলেজ ছাত্রলীগ সভাপতি প্রার্থীসহ গ্রেফতার ২

আপডেট: মার্চ ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

দুই ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে হাতেনাতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগ সভাপতি প্রার্থী ইফতেখার আলী ভুঁইয়াসহ (২৩) দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর হেতেম খাঁ এলাকার ইমরান আলী ভুঁইয়ার ছেলে ছাত্রলীগ নেতা ইফতেখার আলী ভুঁইয়া (২৩) এবং সিরাজগঞ্জের বয়রাবাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে ছাত্রলীগকর্মী আবির হাসান (২০)।

এদের মধ্যে ইফতেখার রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন বলে জানা গেছে।

উদ্ধারকৃত ছাত্ররা হলেন নওগাঁর পোরশা উপজেলার নোনাগ্রামের একরামুল শাহের ছেলে তামিম শাহ (১৯) এবং পার্শ্ববর্তী সাপাহার উপজেলার পিছইল ডাঙা গ্রামের মিজানুর রহমানের ছেলে রিফাত হোসেন (২০)।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ জন্দ্র বর্মণ বলেন, মঙ্গলবার বিকালে কলেজিয়েট স্কুলের সামনে থেকে তামিম ও রিফাতকে জোরপূর্বক অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায় একদল যুবক।

এর পর তাদের মারধর করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের টাকার জন্য তারা তামিমকে দিয়ে তার বন্ধু জীবনকে ফোন করায়।

জীবন বিষয়টা তাৎক্ষণিক তামিমের বাবাকে ও বোয়ালিয়া থানা পুলিশকে জানান।

এদিকে ফোনে অপহরণকারীদের টাকা দিতে চাইলে তারা জীবনকে প্রথমে নগরীর নিউমার্কেটের সামনে ডাকে।

এর পর রাজশাহী কলেজ ও পরে কলেজের হিন্দু হোস্টেলের সামনে ডেকে নেয়।

সেখান থেকে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ছদ্মবেশে তাদের আটক করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনি (২৩) ও সাদসহ (২০) আরও কয়েকজন অপহরণকারী পালিয়ে যায়।

সেখান থেকেই অপহৃত তামিম ও রিফাতকে উদ্ধার করা হয়।

অপহৃতের পরিবারের লোকজনের রাজশাহীতে আসতে বিলম্ব হওয়ায় দুজনকে সাক্ষী করে অপহৃতদের বন্ধু জোনাইদুর রহমান জীবন থানায় অভিযোগ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network