২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

মাশরাফি ভাই সত্যিকারের যোদ্ধা

আপডেট: মার্চ ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বাংলাদেশের ক্রিকেটের সেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।

টাইগারদের সাফল্যের পুরোধায় দুই তারকা ক্রিকেটার।

দুজনে একসঙ্গে খেলছেন ২০০৬ সালের পর থেকে।

১৪ বছরের পথ চলায় দেশকে বহু জয় উপহার দিয়েছেন দুজনে।

দুজনেই দেশকে নেতৃত্ব দিয়েছেন।

মাশরাফি গতকাল অধিনায়ক হিসেবে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন সিলেটে।

নিষিদ্ধ না থাকলে খেলতেন সাকিবও।

মাঠে থেকেই হয়তো বিদায় জানাতেন ‘দ্য ক্যাপ্টেন্স অব বাংলাদেশ’কে।

দেশের সবচেয়ে সফল অধিনায়কের বিদায়ী ম্যাচের আগে এক আবেগঘন স্ট্যাটাস লিখেছেন যোগাযোগ মাধ্যমে।

সেখানে তিনি মাশরাফিকে একজন যোগ্য নেতা ও যোদ্ধা বলেছেন।

লিখেছেন, ক্রিকেটকে বিদায় জানালেও তিনি বেঁচে থাকবেন সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে।

সাতটি অস্ত্রোপচার নিয়েও যেভাবে ক্রিকেট খেলেছেন মাশরাফি, তাতে বিস্মিত সাকিব।

তাই তাকে সম্মান জানিয়ে ফেসবুকে বাংলা ও ইংরেজিতে লিখেছেন, ‘সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায়, আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়।

বহু প্রতিবন্ধকতার পরও আপনি আমাদের উৎসাহ জুগিয়েছেন।

শিখিয়েছেন নিজের ওপর বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সঙ্গে দেশের জার্সি পরে কীভাবে মাঠে লড়তে হয়।’

মাশরাফির প্রতি ভালোবাসার কথা জানাতে ভোলেননি বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আপনি হয়তো আমাদের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন।

কিন্তু এটা সত্যি, আপনি আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network