নারী ও শিশুদের অধিকার আদায়ের কাজের জন্য সন্মাননা পেলেন উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজলসহ ১১ জন নারী।
প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই স্লোগান নিয়ে বিভাগীয় শহর বরিশালে আন্তর্জাতিক নারী দিবসে এই সন্মাননা প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংস্থা যৌথভাবে নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভার আয়োজন করে।
বেলুন-ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিথি বৃন্দ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)।
এছাড়াও আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটি- ‘সনাক’ বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক (অব.) শাহ সাজেদা, মহিলা পরিষদ বরিশাল জেলার সভাপতি রাবেয়া খাতুন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, কাজী জাহাঙ্গীর কবির, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নারী দিবসের বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরে বক্ত রাখেন।
পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধ এবং দেশের উন্নয়নে নারীদের ভুমিকা রাখার বিষয়ে আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রথম বারের মতো আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ নারীকে বিশেষ সম্মাননা এবং পুরস্কার প্রদান করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।