২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

করোনা : বিশ্বব্যাপী মৃত্যু বেড়ে ৪,৯৭৩

আপডেট: মার্চ ১৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে।

সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্ব্যাপী ১ লাখ ৩৪ হাজার ৬৮৪ জন।

এর মধ্যে প্রাণ হারিয়েছে ৪ হাজার ৯৭৩ জন।

এর মধ্যে শুধু চীনেই আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৯৯৭জন।

সেখানে প্রাণ হারিয়েছে ৩ হাজার ১৭০ জন।

চীনের বাইরে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে।

ইউরোপের এই দেশটিতে মৃত্যের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৬ জনে।

এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১১৩ জন।

এছাড়া ইরানে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫।

এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২৯ জনের।

দক্ষিণ কোরিয়ার আক্রান্ত হয়েছে ৭ হাজার ৯৭৯জন।

সেখানে মৃত্যু হয়েছে ৬৭ জনের।

স্পেনে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪৬ জন।

দেশটিতে মৃত্যু হয়েছে ৮৬ জনের।

ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৭৬ জন।

সেখানে প্রাণ হারিয়েছে ৬১ জন।

যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৩০ জন, দেশটিতে মৃত্যু হয়েছে ৪১ জনের।

এভাবেই বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে যাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network