১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

শেবাচিমে অন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ গঠন: সভাপতি ডা. সুদীপ-সম্পাদক ডা. আশিক

আপডেট: মার্চ ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালঃ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অন্তঃবিভাগ চিকিৎসক পরিষদ’র কমিটি গঠন করা হয়েছে।

ডা. সুদীপ কুমার হালদারকে সভাপতি ও ডা. আশিক দত্ত কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৮ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ ২০২০ ইং) এ কমিটি ঘোষনা করা হয়।

পরিষদের নির্দেশনায় রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল¬াহ।

শেবাচিম হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন ও কলেজ অধ্যÿ অধ্যাপক ডাঃ অসিত ভ’ষণ দাস এ পরিষদের অনুমোদন দিয়েছেন।

এ উপলÿে রোববার নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ পরিচালক ও অধ্যÿসহ উপদেষ্টা মন্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করেন।

১৮ সদস্যের এ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোঃ শাহ্ আলম ও ডা. শাহাদাৎ হোসেন জুয়েল।

কোষাধ্যÿ নির্বাচিত হয়েছেন ডা. শিরীন সাবিহা তন্বী।

এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন ডা. মাসুদ খান ও ডা. আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ডা. হাফিজ আহমেদ ফাইয়াজ, দপ্তর সম্পাদক ডা. দীপন কুমার দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. চিরঞ্জীব সিনহা পলাশ, শিÿা ও বিজ্ঞান সম্পাদক ডা. মানবেন্দ্র দাস, সমাজ সেবা সম্পাদক ডা. মুনিরুজ্জামান মুনির, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পদাক ডা. লুৎফুন নাহার লনি।

পরিষদের কার্যকারী সদস্য নির্বাচিত হয়েছে ডা. অপূর্ব কুমার চৌধুরী, ডা. ¯িœগ্ধা চক্রবর্তী, ডা. মোঃ আরিফ হোসেন, ডা. ফয়সাল আহমেদ ও ডা. মাজহারুল রেজোয়ান রেজা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন এই পরিষদের প্রধান উপদেষ্টা।

উপদেষ্টা মন্ডলীর মধ্যে অনান্য সদস্যরা হলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যÿ অধ্যাপক ডা. অসিত ভ’ষন দাস, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জহিরুল হক মানিক, অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহবুব মোর্শেদ রানা।

পরিষদের সভাপতি ডাক্তার সুদীপ কুমার দাস জানান, এই কমিটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের স্বার্থ সংরক্ষণ সহ রোগীদের কল্যাণে কাজ করে যাবে।

তিনি বলেন, বর্তমানে আমাদের হাসপাতালে চিকিৎসক সংকট।

তবুও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের সঠিক দিক নির্দেশনায় সল্প সংখ্যক চিকিৎসক নিয়ে আমরা আমাদের রোগী সেবা করে যাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network