২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

বঙ্গবন্ধু আত্নকেন্দ্রীকতার উর্ধ্বে ছিলেন’- ববি উপাচার্য

আপডেট: মার্চ ১৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

শফিক মুন্সি ::

শুধুমাত্র দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আজীবন রাজনীতি করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শোষিতর পক্ষে রাজনীতি করার কারণে জীবনের বেশিরভাগ সময় তাকে কারাবন্দী থাকতে হয়েছিলো।

সততার সাথে গণমানুষের জন্য কাজ করে গেছেন বিধায় বাঙালির ইতিহাসে তিনিই একমাত্র অবিসংবাদিত নেতার খেতাব পেয়েছেন।

সারাজীবনে কখনো তিনি নিজের জন্য কিছু করেন নি। তাঁর সম্পূর্ণ জীবন বিশ্লেষণ করলে একটি তথ্যই সামনে আসে।

সেটি হচ্ছে বঙ্গবন্ধু সকল ধরনের আত্নকেন্দ্রীকতার উর্ধ্বে ছিলেন।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী নানা আয়োজনে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়টিতে বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন করা হয়।

সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।

এরপর সামাজিক সংগঠন ৭১এর চেতনার বিশেষ ক্রোড়পত্র “বঙ্গবন্ধু” র মোড়ক উন্মোচন করা হয়।

বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বিকেলে বিশ্ববিদ্যালয়টির তিনটি হলে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হয়।

এসময় উপাচার্য জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রতিরোধের উপায় হিসেবে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচীরও পরিবর্তন আনা হয়েছে।

স্বল্প মাত্রার এই অনুষ্ঠান থেকে আমি শিক্ষার্থীদের প্রতি আহবান জানাই তারা যেন বঙ্গবন্ধুর জীবনী পাঠ করে এবং নিজ জীবনে বঙ্গবন্ধুর আদর্শকে অনুশীলন করে৷

বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু হলে আলোচনা সভা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

বেলা সাড়ে চারটায় শেরে বাংলা হলের নবনির্মিত গেস্ট রুম ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন উপাচার্য।

এরপর বেলা সাড়ে পাঁচটায় শেখ হাসিনা হলে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বিষয়ক বিশেষ আলোচনা সভায় অংশ গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network