২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

সাবেক এমপি শহীদুল হক জামাল আর নেই

আপডেট: মার্চ ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে সাবেক এমপি, হুইপ ও রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল আর নেই (ইন্নালিলা… রাজিউন)।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার সংসদীয় আসনের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি ৩ ছেলে ও ১মেয়ে, স্ত্রী অত্বিয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি এর আগে এই এলাকায় বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৯১ সালে তিনি বর্তমান শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

২০০১ সালে তিনি শেরেবাংলার ছেলে এ কে ফাইজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া ২০০৬ সালেও তিনি এমপি নির্বাচিত হন।

বানারীপাড়া-উজিরপুর আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি জানান, তার অসুস্থতার খবর পেয়ে ৪ মার্চ দুপুরে সিঙ্গাপুর থেকে তার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় এ্যাপোলো হাসপাতালে আসেন।

শহীদুল হক জামালের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাদের নিজেদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য এয়ারএ্যাম্বুলেন্সে যোগে সিঙ্গাপুর নিয়ে যান।

সেখানে তার গলব্লাডারে বড় ধরণের একটি পাথর পাওয়া যায়।

পেনক্রিয়াসে জরুরী অপারেশন প্রয়োজন। সেখানে পৌঁছার পরে তাৎক্ষনিক গলব্লাডারে অস্ত্রপাচার করা হয়।

তবে তার উচ্চ রক্তচাপ ও হৃদরোগ থাকায় আরও অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে পেনক্রিয়াসে আরও একটি অস্ত্র পাচার করা হবে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network