• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


৮ ঘন্টার ব্যবধা‌নে বরিশালে ক‌রোনা ইউ‌নি‌টে ২ রে‌াগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২০, ০৬:১৬ পূর্বাহ্ণ
৮ ঘন্টার ব্যবধা‌নে বরিশালে ক‌রোনা ইউ‌নি‌টে ২ রে‌াগীর মৃত্যু
ব‌রিশাল ব্যু‌রো:
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক পুরুষ রোগীর মৃত্যু হয়েছে।
আজ সকাল ৭ টা ২০ মিনিটে ৪৫ বছর বয়সী এই রোগীর মৃত্যু হয়।
তার বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গোহানগাছিয়া গ্রামে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করার পর শনিবার বিকেল ৫ টা ৫০ মিনিটে এই রোগীকে স্বজনরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এরপর এই রোগীকে প্রথমে মেডিসিন ইউনিটে এবং সেখান থেকে গত রাতেই করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
আজ সকাল ৭ টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
রোগীর শশুর মুঠোফোনে জানান, মৃত রোগীর দীর্ঘদিন যাবত অ্যাজমা জনিত শ্বাসকষ্ট রোগে ভূগছিলো।
শেবাচিমের পরিচালক জানান, এই রোগীর মৃত্যুর পর বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুসারে মৃতদেহ সমাহিত করার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য এই রোগীকে করোনা সন্দেহে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো।
এদিকে শনিবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে মৃত্যু বরণকারী নারী রোগীর লাশ স্বজনরা নিয়ে গেছে, কারণ তার মৃত্যু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হওয়ায় হাসপাতালের পক্ষ থেকে লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য এই নারী রোগীকে স্বজনরা শনিবার দিবাগত রাত ১১ টা ৫০ মিনিটে শ্বাসকষ্ট নিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা করোনা ওয়ার্ডে প্রেরণ করেন।
করোনা ওয়ার্ডে নেয়ার সাথে সাথে রাত ১২ টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
যার বাড়ি বরিশাল নগরীর কাউনিয়া পুরানপাড়া এলাকায়।