করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশ আরো কঠোর অবস্থান গ্রহণ করেছে।
জনসমাগম ঠেকাতে এরই মধ্যে শহরে কয়েকটি সড়কে কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ রাসেল আহমেদ এর নেতৃত্বে পুলিশী টহল চলছে।
অভিযান চলাকালে ৬ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় এই নিউজ লেখা পর্যন্ত অভিযান চলছিলো।
অভিযান শেষে আটকের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।
এখন থেকে অযথা কাউকে রাস্তায় পেলে গ্রেফতার করা হবে বলে শহরময় মাইকিং করা হচ্ছে।
এই বিশাল পুলিশী গাড়িবহর থেকে আওয়াজ আসছিলো, ‘জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না, নিজের ঘরে অবস্থান করুন।
আজ থেকে অযথা রাস্তায় পেলেই গ্রেফতার করা হবে।
আমরা আরো কঠোর অবস্থান গ্রহণ করেছি’।