২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

করোনা সনাক্তের মেশিন বরিশালে ৩ দিনের মধ্যে স্থাপনের নির্দেশ

আপডেট: মার্চ ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনাভাইরাস সনাক্তকরন পরীক্ষার ল্যাব আগামী ৩ দিনের মধ্যে চালু করার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার শীর্ষ কর্মকর্তদের সঙ্গে এক সভায় এ নির্দেশ দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামিম।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেচবাচিম) হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের জেলার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় প্রতিমন্ত্রী বরিশাল হাসপাতালে সকল চিকিৎসকদের কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য শেচাটিস হাসপাতালের পরিচালক ও জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রতিমন্ত্রী এসময় জেলা খাদ্য কর্মকর্তার উদ্দেশ্যে বলেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির হালচিত্র আগামী ২৪ ঘন্টার মধ্যে তার কাছে উপস্থাপন করতে হবে।

ওই প্রকল্পে উদ্বুত্ব চাল থাকলে সেগুলোও হতদরিদ্রদের মধ্যে বন্টনের নির্দেশ দেন তিনি।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, গতকালকের সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম শেবাচিম হাসপাতালের পিসিআর মেশিণ যত দ্রুত সম্ভব চালু করার তাগিদ দিয়েছেন।

এ কাজে প্রয়োজনে অতিরিক্ত প্রকৌশলী ও টেকনিয়াশনদের নিয়োগ করে দিনরাত কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছেন প্রতিমন্ত্রী।

পরিচালক বলেন, প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা পিসিআর মেশিণ স্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network