২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বিখ্যাত শিল্পী এলিস মার্শালের করোনায় মৃত্যু

আপডেট: এপ্রিল ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন যুক্তরাষ্ট্রের জ্যাজ কিংবদন্তি শিল্পী এলিস মার্শালে।

তার বয়স হয়েছিল ৮৫ বছর।

খবরটি নিশ্চত করেছেন তার ছেলে ব্র্যানফোর্ড।

বুধবার এলিস মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার ছেলে।

জ্যাজ সংগীতের এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও শোভাকাঙ্খিরা।

অনলাইনে প্রয়াত এই তারকাকে শ্রদ্ধা জানিয়েছেন গায়ক জন লেজেন্ড।

তিনি এক টুইটবার্তায় লিখেছেন, ‘এলিস মার্শালেসের পরিবারের প্রতি রইলো ভালবাসা ও সমবেদনা।’

অন্যদিকে মার্শালেস জুনিয়রের সাথে নিজের একটি ছবি শেয়ার করে টুইটারে অ্যাপলের সিইও টিম কুক লিখেছেন, ‘এলিস মার্শালেস ছিলেন একজন সত্যিকারে কিংবদন্তি।
আমরা তাকে ভুলতে পারব না।’

সমবেদনা জানিয়েছেন নিউ অরলিন্সের মেয়র লাটোয়া ক্যান্ট্রেলও।

তিনি বলেন, ‘আমাদের সকলের ভালবাসা এবং প্রার্থনা তার পরিবারের জন্য।

আমরা তাদের পাশে আছি এবং পাশে থাকবো।’

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউ অরলিন্সের জ্যাজ সংগীতে জগতের প্রিয় মুখ ছিলেন এলিশ মার্শালে।

১৯৩৪ সালের ১৪ নভেম্বর নিউ অরলিন্সে এক সংগীত পরিবারে তার জন্ম হয়েছিলো।

চল্লিশের দশকে সংগীত পথচলা শুরু করেন।

প্রথম জীবনে স্যাক্সোফোন বাজাতেন।

পরে পিয়ানো প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন।

পঞ্চাশ এবং ষাটের দশকে তিনি কাজ করেছেন এড ব্ল্যাকওয়েল, ক্যাননবল অ্যাডারলি, নাট অ্যাডারলি এবং আল হার্টের মতো শিল্পীদের সঙ্গে।

শুধু অন্যান্য শিল্পীদের সঙ্গেই নয় নিজের ২০টি একক অ্যালবাম প্রকাশ করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network