২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

শুধু নিউইয়র্কেই একদিনে ৫৬২ মৃত্যু

আপডেট: এপ্রিল ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে দুদিন আগেই।

দেশটিতে করোনায় মৃতের সংখ্যাও সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে।

দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, গতকাল করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর বিষয়টি প্রত্যক্ষ করেছে নিউইয়র্ক।

বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২ হাজার ৩৭৩ জন থাকলেও গত একদিনে তা বেড়ে এখন ২ হাজার ৯৩৫।

গভর্নর অ্যান্ড্রু কুমোকে উদ্ধৃত করে শুক্রবার মার্কিন সংবাদমাধ্য সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হলো নিউইয়র্ক।

শুধু ওই রাজ্যেই ১ লাখ বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে শনাক্ত করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্যটিতে নতুন করে আরও ১০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে।

গভর্নর কুমো বলেছেন, করোনা সংক্রমণের ঘটনা এখনো আশঙ্কাজনক হারে বাড়ছে প্রতিদিন।

দিনে রেকর্ড সর্বোচ্চ ২১ হাজারের মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে।

নিউইয়র্কে বর্তমানে আক্রান্ত ১ লাখ ২ হাজারের বেশি মানুষের মধ্যে ১৪ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তেরে মধ্যে ৩ হাজার ৭০০ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন মাত্র ৮ হাজার ৮০০ জন।

যুক্তরাষ্ট্রে এখন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৩৭৯।

আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৫৫৮ জন মারা গেছেন।

সুস্থ প্রায় ১২ হাজার।

এছাড়া প্রায় ৬ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network