২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

করোনা প্রতিরোধযুদ্ধে রোবট চিকিৎসক

আপডেট: এপ্রিল ৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাস প্রতিরোধযুদ্ধে ডাক্তারদের সহায়তায় এবার রোবট চিকিৎসক নামিয়েছে ইতালি।

দেশটির ডাক্তারদের আশা জোগাচ্ছে চিকিৎসক রোবট।

নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) থাকা ভাইরাসে আক্রান্ত আশঙ্কাজনক রোগীর পালস পরীক্ষা করে দেখছে এসব রোবট।

কখনো আবার ওষুধ খাইয়ে দিচ্ছে।

ইতালির ভ্যারেসে হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা শুরু করেছে ছয়টি রোবাট।

দেশটিতে আশার আলো দেখাচ্ছে এসব চিকিৎসক রোবট।

এর ফলে কোভিড-১৯ রোগীর পাশাপাশি বেঁচে যাচ্ছে চিকিৎসকদের জীবনও।

এতে আনন্দ-উচ্ছাস প্রকাশ করছেন ডাক্তার-নার্সরা।

মহামারীবিরোধী লড়াইয়ে বিভিন্ন দেশেও শুরু হয়েছে রোবটের ব্যবহার।

ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে আক্রান্ত রোগীদের কাছে খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী পৌঁছে দিচ্ছে অত্যাধুনিক এ প্রযুক্তি।

করোনার কারণে ইতালি এখন মৃত্যুপুরী।

কিন্তু ইতালীয়দের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেদনার বিষয় হচ্ছে, করোনার রোগীদের বাঁচাতে গিয়ে মারা গেছেন বহু ডাক্তার-নার্স।

দেশটির চিকিৎসা সংগঠনগুলোর হিসেবে, শুক্রবার পর্যন্ত অন্তত ৭০ জন নার্স-চিকিৎসক প্রাণ হারিয়েছেন।

রোবটের মতো উন্নত সুরক্ষা ব্যবস্থা থাকলে তাদের মরতে হতো না।

শেষ পর্যন্ত বহুল কাঙ্ক্ষিত সেই রোবট হাতে পেয়েছেন ইতালির ডাক্তাররা।

সুইজারল্যান্ড সীমান্তবর্তী দেশটির ভ্যারেসে হাসপাতালে ইতিমধ্যে এসে পৌঁছেছে হালকা-পাতলা গড়নের ছয়টি রোবট।

এতে হাসি ফুটেছে হাসপাতালটির নার্স ও ডাক্তারদের মুখে।

হাসি দেখা যাচ্ছে রোগীদের ঠোঁটের কোণেও।

এতদিনে নিজেদের কয়েকজন প্রকৃত বন্ধুকে কাছে পেয়ে তাদের সঙ্গে সেলফি উঠাতেও ভুলছেন না চিকিৎসকররা।

এদিকে পৌঁছার পরপরই হাসপাতালের পুরো চিকিৎসার দায়িত্বই যেন হাতে তুলে নিয়েছে রোবটগুলো।

চাকার ওপর ভর করে পুরো হাসপাতালজুড়ে দৌড়ে বেড়াচ্ছে তারা।

কখনও আইসিইউতে রোগীর পালস তথা হৃদকম্পন চেক করছে।

কখনও থার্মাল মেশিনটা হাতে নিয়ে তাপমাত্রাটা মাপছে।

তবে তাদের আসল দায়িত্বটা হল, সংক্রমণ ঠেকানো ও আক্রান্ত হওয়া থেকে ডাক্তার ও নার্সদের রক্ষা করা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network