২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

জেল-জরিমানাও উপেক্ষিত

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাস মোকাবেলায় মানুষের স্থানান্তর বন্ধ, মানুষকে ঘরে রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে রাজধানীসহ সারা দেশে কাজ করছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।

তবে আগের চেয়ে গতকাল শনিবার সারা দেশেই অভিযান বেড়েছে।

অপ্রয়োজনে বের হলেও করা হচ্ছে জেরা ও জরিমানা।

এমনকি জেলেও পাঠানো হয়েছে। তবু সবাই মানছে না সরকারি নির্দেশনা।

এরপর আবার গতকাল লাখ লাখ শ্রমিক রাজধানীতে ঢোকায় এবং আজ থেকে পোশাক কারখানাগুলো চালু হওয়ায় পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে।

রাজধানীতে গতকাল আগের দিনগুলোর তুলনায় গাড়ির আধিক্য ছিল।

বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িগুলো বের হওয়ার কারণ জানতে চায়।

তারাও নানা ধরনের প্রয়োজনীয় কাজের কথা বলে পার পেয়ে যায়।

সামাজিক দূরত্ব বজায় রেখে লোকজন চলাফেরা করছিল না।

অলিগলিতে মানুষজন আড্ডাও দিচ্ছিল।

এদিকে হোম কোয়ারেন্টিনে আছে এমন পরিবারের মধ্যে যারা খাদ্যকষ্টে আছে, তাদের জন্য পুলিশের পক্ষ থেকে খাদ্য সরবরাহ অব্যাহত আছে।

প্রকৃতপক্ষে বিপদাপন্ন লোকজন ফোন করে নিত্যপ্রয়োজনীয় খাবারের কথা বললে ঢাকা মহানগর পুলিশ বাড়িতে গিয়ে তা পৌঁছে দিয়ে আসছে।

খাবার গ্রহণকারীদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

গতকাল সকাল ১০টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে সব ধরনের যান চলাচলে কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী।

বাজারে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছিলেন না সেনা সদস্যরা। যানবাহনচালকদের ফিরিয়ে দিয়ে সবাইকে বাড়ি চলে যেতে বলেন তাঁরা।

ফলে সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।

অন্যদিকে টহল পুলিশ মোড়ে মোড়ে অবস্থানকারীদের তাড়িয়ে দিতে থাকে।

এতে লোকসমাগম গত কয়েক দিনের চেয়ে অনেকটা কমে আসে।

নাটোরের জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৮টি ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা বাস্তবায়নে কাজ করেন।

এ সময় গণজমায়েত করা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা, হোম কোয়ারেন্টিন না-মানাসহ বিভিন্ন অপরাধে ২৬ ব্যক্তির সর্বমোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

বড়াইগ্রামের আহম্মেদপুর বাজারের এক ফার্নিচার ব্যবসায়ীকে দুদিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অত্যাবশ্যকীয় কাজ ব্যতীত ঘরের বাইরে না আসার জন্য সবাইকে অনুরোধ করেছেন তিনি।

বরগুনা শহরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে তিন দোকানিকে আটক করে সাত হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দিনাজপুরের বিরামপুরে বিনা কারণে ঘোরাঘুরি ও সামাজিক দূরত্ব না মানায় তিন ব্যক্তি ও এক মুদি দোকানির জরিমানা করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুহসিয়া তাবাসসুম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

দিনাজপুরের হিলি উপজেলার হিলি বাজারে সেলুন এবং বন্দর-বাজার-ঘাট ও রাস্তায় অযথা ঘোরাফেরা করার অপরাধে ২২ জনকে ভ্রাম্যমাণ আদালত ২১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে সরকারি নির্দেশনা অমান্য করে অভ্যন্তরীণ সড়কগুলোতে যাত্রী পরিবহন করায় দুই শতাধিক গাড়ির চাবি জব্দ করে পুলিশ।

শুক্রবার ও গতকাল চাবি জব্দ করা হয়।

গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, কিছু যানবাহন সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করায় তাদের গাড়ির চাবি জব্দ করা হয়েছে।

নির্দেশনা মেনে চলবে এমন মুচলেকা দিলে অথবা নির্দেশনার মেয়াদ শেষ হলে চাবিগুলো ফেরত দেওয়া হবে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পর্যটনকেন্দ্র লক্ষ্মীবাওর জলাবনে গত শুক্রবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ২০ জনকে ১৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network