২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

নাটোরে টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজের খাদ্য সামগ্রী উপহার

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নাটোরে টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজের উদ্যোগে কর্মহীন মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী উপহার।

৫ এপ্রিল বিকেলে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষের মধ্যে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।

নাটোর সদর উপজেলার কানাইখালী,ফুল বাগান,বঙ্গজল সহ বিভিন্ন এলাকার রিক্সা চালকদের মধ্যে ভ্রাম্যমাণ কার্যক্রমটি পরিচালিত হয়।

এসময় কার্যক্রমটির উদ্ধোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম।

তিনি বলেন, টিফিনের টাকা বাঁচিয়ে দুর্যোগের সময় এমন উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়।

লাল সবুজ উন্নয়ন সংঘ নাটোর জেলা শাখার সভাপতি শেখ রিফাদ মাহমুদ এর নেতৃত্বে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন নাটোর জেলা সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ম সম্পাদক তানভীর আকাশ, সহ সাংগঠনিক সম্পাদক রাজিউল হাসান, সামিন সারাওয়াত, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুর রহমান, অনুষ্ঠান সম্পাদক চিন্ময় কর্মকার, অর্থ সম্পাদক রনি, শিক্ষা সম্পাদক শুভ,সমাজকল্যাণ সম্পাদক অরিন, মানবকল্যাণ সম্পাদক হাসান, সহ সম্পাদক সাকিব,সাব্বির,হাদিত সহ অন্যান্য সদস্যরা।

এসময় শেখ রিফাদ মাহমুদ বলেন, লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকা বাঁচিয়ে খাদ্য সামগ্রী উপহার কর্মসূচি নাটোর সহ বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে।

এসময় তারা শতাধিক সুবিধাবঞ্চিত কর্মহীন মানুষদের মধ্যে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করে।

চাল, ডাল,আলু, সাবান, সচেতনা মূলক লিফলেটে সাজানো ব্যাগটিতে ৩দিনের খাদ্য দেওয়া হয়।

২০১১ সালে প্রতিষ্ঠিত লাল সবুজ উন্নয়ন সংঘ শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বর্তমানে ৪৫জেলায় লাল সবুজ উন্নয়ন সংঘ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম পরিচালিত করে আসছে।

তারমধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, ঈদবস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, মাদক-বাল্যবিবাহ-জঙ্গিবাদ বিরোধী সভা ইত্যাদি উল্লেখযোগ্য।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network