১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী “আইএইচসিসিসি কতৃক বিসিএস ক্যাডারদের সংবর্ধনা প্রদান” নিখোঁজের দুই দিন পর পুকুরে শিশু হাবিবার মরদেহ উদ্ধার “ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কার”

পটুয়াখালীতে ঘরে ঢুকে ৫ জনকে কুপিয়ে জখম : লুটপাট

আপডেট: এপ্রিল ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

দরজা ভেঙে ঘরে ঢুকে এক মহিলাসহ ৬ জনকে কুপিয়ে জখম ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়।

ভাংচুর, মারধরের পর তারা ৫ ভরি ও নগদ ৪ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেছে ভুক্তভোগিরা।

এদিকে আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার মাধবখালি ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।

আহত আজিজ গং এর ছেলে আলমগীর জানান, কিছুদিন আগে জমিজমা ও গাছ কাটাকে কেন্দ্র করে পাশের বাড়ির মনির নামক ব্যাক্তির সাথে দ্বন্দ ও হাতাহাতি হয়।

তখন আজিজ গং ও তার পরিবার প্রশাসনিক ভাবে মনিরকে বাঁধা দেয় এবং মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

আর এই শত্রæতার জের ধরেই উদ্দেশ্যপ্রনিত হয়ে এই হামলা চালায়।

তিনি আরো বলেন, তার বাবা-চাচা সহ পরিবারের সকলকে হত্যা করাই ছিলো মনিরের উদ্দেশ্য।

এসময় সন্ত্রাসীরা ৫ ভরি সোনা ও নগদ ৪ লক্ষ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

মির্জাগঞ্জ থানার ওসি মো: সওকত ওসমান জানায়, মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে তাঁরা আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠান চিকিৎসার জন্য।

কিন্তু সন্ত্রাসীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তবে এই ঘটনায় কোন পÿ কোন অভিযোগ করেনি। ##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network