বরিশাল প্রতিনিধি \
বরিশাল নগরীর কালিবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় নিহতের ভাই ডা.
শাহরিয়ার উচ্ছ¡াস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান মুকুল এই তথ্য নিশ্চিৎ করেছেন।
তিনি জানান, চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তার ভাই ডাঃ শাহরিয়ার উচ্ছ¡াস বাদী হয়ে রাতে হত্যা মামলাটি দায়ের করেন।
দায়ের করা মামলায় অজ্ঞাত আসামী উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের লোকেরা গ্রামের বাড়িতে নিয়ে দাফন করেছে।
তাছাড়া জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা ব্যক্তিদের অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে।