• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্য সহায়তা প্রদান

report71
প্রকাশিত মে ৩, ২০২০, ১১:১৮ পূর্বাহ্ণ
বরিশালে আনসার-ভিডিপি ও শিল্পীদের খাদ্য সহায়তা প্রদান

বরিশাল প্রতিনিধি

বরিশালে ৩ হাজার আনসার ভিডিপি সদস্যর মধ্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

রোববার (০৩ মে) বেলা সারে ১১ টায় নগরের কাশিপুরে আনসার ও ভিডিপির বরিশাল রেঞ্জ ও জেলা কার্যালয়ে দুঃস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে এই খাদ্য কর্মসূচী দেয়ার সূচনা করা হয়।

প্রথম দিন ৩০০ সদস্যকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

পর্যায়ক্রমে জেলার ১০ উপজেলায় ৩ হাজার সদস্যকে খাদ্য সহায়তা দেয়া হবে।

আনসার ভিডিপির বরিশাল রেঞ্জ কার্যালয় সূত্র জানিয়েছে পর্যায়ক্রমে বরিশাল বিভাগের ৪২ টি উপজেলার প্রত্যেকটিতে এই সহায়তা প্রদান করা হবে।

জানা গেছে, দেশের ৬৪ জেলার মোট ১ লাখ ৪৭ হাজার ৬ শত পরিবারকে ১ সপ্তাহের খাবার দিচ্ছে আনসার ভিডিপি কর্তৃপক্ষ।

এরমধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও মাস্ক।

আজ বরিশালে খাদ্য বিতরন কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ কমান্ডার আশারাফুল আলম, জেলা কমান্ডেন্ট সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।

এদিকে বরিশালে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন শিল্পীদের মধ্যে ত্রাণ দেয়া হয়েছে।

রোববার বেলা ১২ টায় নগরের বান্দ রোডের শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে সকাল সন্ধ্যা অফসেট প্রেসের মাধ্যমে একশত শিল্পীকে এই ত্রাণ দেয়া হয়।

এসময় জেলা প্রশাসক উপস্থিত থেকে শিল্পকলা একাডেমীর দেয়া তালিকা অনুযায়ী কর্মহীন শিল্পীদের হাতে চাল, ডাল, লবন, তেল, সাবান এই সামগ্রী তুলে দেন।

এনিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়ার জন্য এগিয়ে আসার আহবান করেন এবং এজন্য সকাল সন্ধ্যা অফসেট প্রেসের কর্নধার সঞ্জয় ঘোষকে ধন্যবাদ জানান।