আপডেট: মে ১৭, ২০২০
বরিশাল জেলায় নতুন করে আরও ৭ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮০ জনে। পাশাপাশি সুস্থ হয়েছে ৩৮ জন।
আজ রোববার জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, আক্রান্তের মধ্যে একজন নগরীর সাগরদি, নাজির মহল্লা এলাকা, গোড়াচাঁদ দাস রোড এলাকার একজন করে মোট তিনজন, উজিরপুর উপজেলার দুইজন, বানারীপাড়া ও মুলাদী উপজেলার ১ জন করে মোট ৭জন করোনা আক্রান্ত হয়েছে আজ।
আক্রান্তদের মধ্যে একজন গোড়াচাঁদ দাস রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন নামে।
বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, আক্রান্ত ৭ ব্যক্তির অবস্থান অনুযায়ী সেই জায়গাগুলো লকডাউন করা হয়েছে।