২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

নলছিটিতে পিআইও অফিসের কর্মচারীর ত্রাণের অর্থ আত্মসাৎতের চেস্টা

আপডেট: জুলাই ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নলছিটি(ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বরাদ্ধকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে খোদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পৌর এলাকার সূর্যপাশা গ্রামের আনোয়ারা বেগমের অভিযোগ পিআইও অফিসের নৈশ্য প্রহরী আল আমিন তার জন্য বরাদ্ধকৃত অর্থ সহায়তার তিন হাজার টাকার ব্যাংক চেক আত্মসাৎ করার চেস্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে উর্ধ্বতন কর্মকর্তার মধ্যেস্ততায় উপকারভোগীর বরাদ্ধকৃত চেকটি ফেরত দেয় ওই কর্মচারী।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলায় নদী ভাঙন ও ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে টেউটিন ও নগদ তিন হাজার টাকা করে বরাদ্ধ দেয়া হয়। এতে সূর্যপাশা গ্রামের ক্ষতিগ্রস্ত আনোয়ারা বেগমকে তালিকাভূক্তি করা হলে তার বরাদ্ধকৃত টিন ও নগদ অর্থ গ্রহন করতে পিটআইও অফিসে যোগাযোগ করে। বৃহস্পতিবার দুপুরে আনোয়ারা বেগম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে সহায়তার টিন ও চেক গ্রহণ করতে আসলে অফিসের কর্মচারী আল আমিন কৌশলে ওই মহিলার বরাদ্ধকৃত তিন হাজার টাকার চেকটি আত্মসাৎ করার পায়ঁতারা করে। সে সহায়তা নিতে আসা আনোয়ারা বেগমকে ভুল বুজিয়ে চেক ভাঙানোর জন্য এক হাজার টাকা খরচ দাবি করে নগদ দুই হাজার টাকা দিয়ে অফিস থেকে বিদায় করে। ভুক্তভোগী বিষয়টি তার সাংবাদীকদের জানালে তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে অভিযোগ করে। পরে পিআইও উপকারভোগীর চেক আত্মসাৎ চেস্টার ঘটনার জন্য দু:খ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত আনোয়ারা বেগমকে তিন হাজার টাকার চেকটি ফেরত দেন।
এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের নৈশ্য প্রহরী আল আমিন অভিযাগ অস্বীকার করে জানান, পুরো বিষয়টি ভুলবোজাবুজি থেকে সৃষ্টি হয়েছে। উপকারভোগী ওই মহিলা চেক ভাঙাতে আমার সহযোগীতা চেয়েছেন বলে আমি টাকা দিয়েছি। এক হাজার টাকা খরচ দাবি বিষয়ে বলেন পাঁচশত টাকা খরচ হিসাবে নিয়াছে, বাকি পাঁচশত টাকা পরবর্তী সময়ে তাকে দেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন খরাতী জানান, অভিযোগ পেয়ে উপকারভোগীকে চেকটি সরবারহ করা হয়েছে ও অভিযুক্ত নৈশ্য প্রহরীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network