২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

বাবুগঞ্জে এনজিও পিডিএফ লাপাত্তা : অর্ধ কোটি টাকা আত্মসাধ!

আপডেট: জুলাই ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে লোন দেওয়ার কথা বলে মাত্র ১৫ দিনের মাথায় সাধারণ জনগনের কাছ থেকে আনুমানিক অর্ধকোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে পিডিএফ নামে একটি এনজিও সংস্থা। স্থানীয় ভুক্তভোগী সূত্রে জানা গেছে চলতে বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে উপজেলার খানপুরা জলিল মোল্লার বাড়ির একটি কক্ষ ভাড়া নেয় পিপলস্ ডেভলপমেন্ট ফাউন্ডেশন নামে এনজিও (এম আর এ রেজিঃ নং- ০৩৬৬৫ ০২৮৩৭ ০০৩৪২ ) নামের একটি সাইনবোর্ড ঝুলিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সদস্য সংগ্রহ ও লোন কার্যক্রম শুরু করে চক্রটি। তথ্য মতে লোন দেওয়ার কথা বলে দুইশতাধিক মানুষের কাছ থেকে সঞ্চয় বাবদ ২০-৩০ হাজার টাকা করে উত্তলন করেন মাঠ কর্মী মিজানুর রহমান নামের এক ব্যক্তি। ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম পরিচয়ে ০১৩০৮৬৪২২৩৫ নম্বর মোবাইল থেকে লোন প্রত্যাশিদের সাথে কথা বলেছে। ২২ জুলাই বুধবার সকালে লোন প্রত্যাশিরা অফিসে এসে জানতে পারে ২১ জুলাই থেকে অফিসে কেউ আসে না, সঞ্চয়ের টাকা নিয়ে ফোন বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে । প্রতারনার শিকার চাঁদপাশা এলাকার সুমন বলেন, আমার দোকানে ব্যবসায়ের জন্য ২ লক্ষ টাকা লোন দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়ে গেছে। এরকম মাধবপাশা ইউনিয়নের ইকবাল ,রহমতপুরের সাকিল প্রতারনা শিকার হয়েছে বলে জানিয়েছে। ওই বাড়ির মালিক জলিল মোল্লার হলেও তার অনুপস্থিতে তার ভাই ইউপি মেন্বর সুলতান মোল্লা এ প্রতিনিধিকে বলেন এ এনজিওটি তার কাছে একটি রুম ভাড়া নেয়ার কথা বলে তার কাছ থেকে একটি রুম নিয়ে নেয়। আগামী ২৪ জুলাই শুক্রবার এনজিওর ম্যানেজারের সাথে বাড়ি ভাড়ার চুক্তিপত্র হওয়ার কথা ছিল কিন্তু ২১জুলাই থেকে কেউ অফিসে আসছে না । সবার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে লোন প্রত্যাশীরা লোনের আসায় অফিসে ভিড় করছে বলে তিনি সত্যতা স্বীকার করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network