১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

হিজলায় একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম

আপডেট: আগস্ট ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

হিজলার দক্ষিণ চরদেবুয়া গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার দায়ের করা হয়েছে। গত শনিবার হামলার শিকার অজুফা খাতুন বাদী হয়ে নামধারী ১১ জনের বিরুদ্ধে হিজলা থানায় মামলাটি দায়ের করেন। রবিবার দায়েরকৃত মামলার ৬নং আসামী আঃ রহিম কাজীর ছেলে সোলায়মান কাজী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার অন্যান্য আসামীরা হলো একই এলাকার সিরাজ ভূইয়ার ছেলে জাহাঙ্গীর ভূইয়া, মানিক ভূইয়া, আনিস ভূইয়া ও আলমগীর ভূইয়া, মৃত ফয়েজ উদ্দিন কাজীর ছেলে আঃ রহিম, জব্বার বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস, খলিল কাজীর ছেলে বাবুল কাজী, জাহাঙ্গীর ভূইয়ার ছেলে মনির ভূইয়া, মানিক ভূইয়ার ছেলে আরিফ ভূইয়া এবং আলমগীর ভূইয়ার ছেলে শাকিল ভূইয়া। এদের মধ্যে মনির ভূইয়া, আরিফ ভূইয়া, শাকিল ভূইয়া, রাসেল বিশ্বাস, বাবুল কাজী বর্তমানে আদালত থেকে জামিনে রয়েছে। জামিনে বের হয়ে মনিরসহ অন্যান্য আসামীরা মামলার বাদী অজুফা ও তার পরিবারকে পুনরায় হত্যার হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। মামলার নথী সূত্রে জানা গেছে, গত শুক্রবার পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে হিজলার দক্ষিণ চরদেবুয়া গ্রামে মৃত ইউনুস আকনের স্ত্রী অজুফাসহ একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। আহত অন্যান্যরা হলো আকতার হোসেন ও তার বাবা শাহে আলম আকন, মোকতার আকন, সাইদুল আকন, সাবিনা বেগম, ময়না বেগম, ইয়াসিন আকন, রোকেয়া বেগমকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে শাহে আলম, আকতার হোসেন ও সাবিনার অবস্থা আশংকাজনক হলে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শাহে আলম ও আকতারের অবস্থা গুরুতর। যেকোন সময় তাদের ঢাকায় প্রেরণ করা হতে পারে। এলাকাবাসীরা জানান, জাহাঙ্গীর, রহিম কাজী ও মানিক ভূইয়া দীর্ঘদিন ধরে দক্ষিণ চরদেবুয়া গ্রামে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। এলাকার বিভিন্ন মানুষের জমি দখল থেকে শুরু করে তুচ্ছ বিষয় নিয়ে যে কাউকে হামলা সহ হত্যার হুমকি দেয় তারা। এজন্য তারা একটি নিজস্ব বাহিনী তৈরি করেছে। কেউ ওই বাহিনীর বিরুদ্ধে কথা বললেই তাদের হামলার শিকার হতে হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network