১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

উজিরপুরের সাতলা ইউপির উপ নির্বাচনে আ’লীগে প্রার্থীর ছড়াছড়ি সংকটে বিএনপি

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী সংকট দেখা দিয়েছে। অপরদিকে সরকারী দল আওয়ামী লীগে প্রায় এক ডজন প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য মাঠে দৌড়ঝাপ করছেন। তার মধ্যে কয়েকজন ডামি প্রার্থীও রয়েছে। কে হচ্ছেন আ’লীগের প্রার্থী তা নির্ধারন করতে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা গত শনিবার দিনভর নানা ভাবে আলোচনা শেষে ১২ জন প্রার্থীর তালিকা তৈরী করে। পরে ওই তালিকা জেলা কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর নিকট প্রেরন করেছেন। সবদিক বিবেচনা করে তিনিই চুড়ান্ত সিদ্বান্ত দিবেন। তখন জানা যাবে কে হচ্ছেন সাতলা ইউনিয়নের নৌকার কান্ডারী । এ তথ্য নিশ্চিত করেছে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মো: গিয়াসউদ্দিন বেপারী। বিএনপি প্রার্থী সংকটের কারনে দলটির শেষ ভরসা বিগত নির্বচনর প্রার্থী মেজবাহ উদ্দিন। উজিরপুরের বিএনপির একাধিক নেতারা জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলার কারনে অনেক হেভী ওয়েট প্রার্থীরা নির্বাচনে প্রার্থী হতে চায় না দলের সিদ্বান্ত অনুযায়ী তারা নির্বাচনে অংশ নিচ্ছেন। দলের একক প্রার্থী হিসাবে মেজবাহ উদ্দিন মনোনয়ন পাবেন। সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের ভোট ২০ অক্টোবর। ওই দিন ইউপির ২২ হাজার ৫০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। জেলা আওয়ামী লীগের সদেস্য ও সাতলার ইউপি চেয়ারম্যান আ: খালেক আজাদের মৃত্যুতে চেয়ারম্যন পদটি শূন্য হয়। গত ১৪ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। উপ নির্বাচনে সরকারী দল আওয়ামী লীগের একডজন প্রার্থী হতে মাঠে নেমেছেন। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত আঃ খালেক আজাদের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ মশিউর রহমান মিয়া , সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্যাগী ও পরিচ্চন্ন রাজনীতিবিদ মোঃ ইদ্রিস সরদার ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বালী , সাবেক সংসদ সদস্য বাবু হরনাথ বাইনের বড়ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পরিমল কুমার বাইন অনু, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক’র ছেলে মোঃ শাহীন হাওলাদার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল বাশার লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মনিরুজ্জামান বিশ্বাস,মো: ফজলুল হক বালী নৌকা প্রতিকের মনোনয়ন লবিংয়ে মাঠে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, দলের সুসমায়ে চেয়ারম্যান পদে প্রার্থীর ছড়াছড়ি’র মধ্যে অনেকেই ডামি প্রার্থী যাদের টার্গেট মনোনয়নের নাম করে অন্য প্রার্থীর কাছ থেকে অর্থসহ নানা সুবিধা আদায় করা। ২৩ সেপ্টেম্বর বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২৬ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন পত্র বাছাই, ৩ অক্টোবর শনিবার প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন নির্ধরন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network