২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

তালতলীতে ইউপি উপনির্বাচন আ’লীগের একাধিক ও বিএনপি’র একক প্রার্থী মাঠে

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মংচিন থান, বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলীতে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শুধু সংশ্লিষ্ট ইউনিয়নই নয় উপজেলার সর্বত্রই এর গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নে মাঠে রয়েছে আওয়ামীলীগের ৩ প্রার্থী বিএনপি’র-১।
জানা গেছে, উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন গত ১৪ সেপ্টেম্বর তফসিল ঘোষনার পরপরই আওয়ামীলীগের ৩ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা যিনি ২০১৭ সালের এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মাত্র ২২৩ ভোটে হেরে নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন। মাঠে রয়েছেন আরেক উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ৩বারের ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মাস্টার ত্যাগী নেতা হিসাবে মনোনয়ন দাবী করেন আওয়ামীলীগের শীর্ষ নেতাদের কাছে। তবে তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার বিদ্রোহী প্রার্থী ছিলেন। কড়ইবাড়ীয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সফিকুল ইসলাম সিকদার তিনিও মনোনয়ন পেতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের ধরনা ধরছেন। অপর দিকে বিএনপি’র একক প্রার্থী হিসেবে মোঃ মানসুরুল আলম রয়েছেন মাঠে। তিনি এর আগে ২বার এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রতিদন্দিতা করেছিলেন।
উল্লেখ্য, এ ইউনিয়নে ২০১৭ সালের ১৬ এপ্রিলের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান আলতাফ হোসেন আকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। তার মৃত্যুত এ ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। উপনির্বাচনে জয়ী হওয়া চেয়ারম্যান মাত্র ১৭মাস দায়িত্ব পালন করতে পারবেন।##

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network