২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

একই গ্রুপে মেসি-রোনালদোরা

আপডেট: অক্টোবর ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বৃহস্পতিবার রাতে হয়ে গেলো ২০২০-২১ মৌসুমের গ্রুপপর্বের ড্র।

যেখানে একই গ্রুপে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস।

যার মানে দাঁড়ায় গ্রুপপর্বেই একে-অপরের মুখোমুখি হতে চলেছেন বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।

সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই ড্র’তে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে স্পেনের শক্তিশালী দল অ্যাটলেটিকো মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপাধারী রিয়াল মাদ্রিদের ‘বি’ গ্রুপে রয়েছে ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক। বার্সেলোনা ও জুভেন্টাস পড়েছে গ্রুপ ‘জি’তে।

তবে তুলনামূলক কঠিন গ্রুপেই পড়েছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান রানারআপ প্যারিস সেইন্ট জার্মেই।
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াও গ্রুপে তাদের সঙ্গী জার্মানির উদীয়মান শক্তি আরবি লাইপজিগ।

এছাড়া ‘ডি’ গ্রুপটিকেও বেশ কঠিন বলতেই হবে।

যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে রয়েছে নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন আয়াক্স এবং চ্যাম্পিয়নস লিগের সবশেষ আসরের কোয়ার্টার ফাইনালিস্ট আটলান্টা।

ফলে এই গ্রুপের লড়াইটা বেশ জমজমাট হওয়ার আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে।

চ্যাম্পিয়নস লিগের নতুন আসরের খেলা শুরু হবে ২০ অক্টোবর থেকে।

গ্রুপপর্বের প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ২০ ও ২১ অক্টোবর।

চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ:

গ্রুপ ‘এ’: বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সালজবার্জ, লোকোমোটিভ মস্কো

গ্রুপ ‘বি’: রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, ইন্টার মিলান, বরুশিয়া মনশেনগ্লাডবাখ

গ্রুপ ‘সি’: পোর্তো, ম্যানচেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্শেই

গ্রুপ ‘ডি’: লিভারপুল, আয়াক্স, আটলান্টা, মিতুইল্যান্ড

গ্রুপ ‘ই’: সেভিয়া, চেলসি, ক্রাসনোদার, রেনে

গ্রুপ ‘এফ’: জেনিত সেইন্ট পিটার্সবার্গ, বরুশিয়া ডর্টমুন্ড, লাজিও, ক্লাব ব্রুজ

গ্রুপ ‘জি’: জুভেন্টাস, বার্সেলোনা, ডায়নামো কিয়েভ, ফেরেন্সভারোস

গ্রুপ ‘এইচ’: প্যারিস সেইন্ট জার্মেই, ম্যানচেস্টার ইউনাইটেড, আরবি লাইপজিগ, ইস্তানবুল বাসাকসেহির

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network