২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বরিশাল মেডিকেল থেকে ৭ রোগীর দালাল আটক : কারাদন্ড

আপডেট: অক্টোবর ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটককৃত সাত দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার (০৫ অক্টোবর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সাতজনকে কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডিতদের মধ্যে পাঁচজনকে এক মাস এবং অপর দু’জনকে সাত দিন করে বিনাশ্রম করাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

এক মাসের দণ্ডপ্রাপ্ত দালালরা হলেন- ঝালকাঠীর রাজাপুর উপজেলার মিরাজ হাওলাদারের স্ত্রী আসমা (৩২), সদর উপজেলার হিজলতলা এলাকার মোসলেম হাওলাদারে মেয়ে তানজিলা (২০), বরগুনার ইসলামপুর গ্রামের মহব্বত আলী’র ছেলে বাবুল (৪৫), নগরীর আমতলা এলাকার মৃতঃ নূরুল হক’র ছেলে সালাউদ্দীন নাদিম (৪০) ও তাজকাঠি এলাকার জয়নাল আবেদীনের ছেলে মনিরুল ইসলাম (৩০)।

এছাড়া ঝালকাঠী জেলার বিশাইন খান গ্রামের মিরাজুল ইসলামের স্ত্রী সনিয়া (২৪) ও একই জেলার সিদ্ধকাঠী গ্রামের ইয়াকুব আলীর ছেলে জহিরুল হক খান (৩৬) কে ৭দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আলী সুজা জানান, ‘গ্রাম থেকে আসা নিরীহ মানুষদের শেবাচিম হাসপাতাল থেকে ভুলিয়েভালিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। বিনিময় ওইসব ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন পেয়ে থাকেন তারা।

এদের বিরুদ্ধে জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ইতিপূর্বে আরও বেশ কয়েকজন দালালকে একইভাবে অভিযান চালিয়ে আটকের পরে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network