২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

করোনায় ভারতে ১লাখেরও বেশি মানুষের মৃত্যু

আপডেট: অক্টোবর ৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

ভারতের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৯৮৬ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মোট এক লাখ ৪ হাজার ৫৫৫ জনের মৃত্যু হলো।

এই সময়ে ৭২ হাজার ৪৯ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ ৫৭ হাজার ১৩১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ২০৩ জন এবং মোট সুস্থ ৫৭ লাখ ৪৪ হাজার ৬৯৩ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে।

ভারতের মহারাষ্ট্রে মারা গেছে ৩৮ হাজার ৭১৭ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৯ হাজার ৯১৭। তৃতীয় স্থানে থাকা কর্নাটকে মৃতের সংখ্যা ৯ হাজার ৪৬১। অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৬ হাজার জনের।

উত্তরপ্রদেশে ৬ হাজার ১৫৩ জন, দিল্লিতে ৫ হাজার ৫৮১, পশ্চিমবঙ্গে ৫ হাজার ৩১৮, গুজরাটে ৩ হাজার ৫১৯, পাঞ্জাবে ৩ হাজার ৬৭৯ ও মধ্যপ্রদেশে ২ হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এছাড়া রাজস্থান, হরিয়ানা, তেলেঙ্গানা ও জম্মু ও কাশ্মীরের মোট মৃত্যুও এক হাজার ছাড়িয়েছে। এরপর তালিকায় রয়েছে বিহার, উড়িষ্যা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, আসাম, কেরালা, উত্তরাখণ্ড, পুদুচেরি, গোয়া, ত্রিপুরার মতো রাজ্যগুলো।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network