২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

সরিকল ভায়া আগরপুর শিলনদিয়ার সড়ক সংস্কার ও মেরামতের দাবি

আপডেট: অক্টোবর ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শনিবার সকাল ১০ টায় বাটাজোর সরিকল ভায়া আগরপুরের রাস্তা সংস্কারের দাবিতে ভুক্তভোগী পূর্বাঞ্চলের জনগণের ব্যানারে আগরপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধ্যাপক আব্দুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বিগত উপজেলা নির্বাচনে বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল, আব্দুল হক, মোঃ ফরিদ উদ্দিন, পলাশ সরদার, মাসুৃম সরদার। বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবত এই রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছে এলাকার জনগণ কিন্তু সংস্কার হয়নি! বরিশাল থেকে সরিকল ভায়া শিলন্দীয়া রাস্তার মাথায় সড়ক অনুপযুক্ত হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি, মিশুক, অটো রিক্সা, মোটর সাইকেল, ভ্যান চালানো দায় হয়ে পড়েছে।

 

বাটাজোর, আগরপুর সরিকলের অঞ্চলের প্রায় ২ লক্ষ মানুষ এই সড়ক ব্যবহার করে এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি ও তার নামে পাঠাগারে চলাচলের সড়কও এটি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার প্রভাব এ অঞ্চলের মানুষ এবং তাদের জীবন-জীবিকা ও ব্যবসার উপর পড়েছে। তাই এ অঞ্চলের ভুক্তভোগী জনগণ দ্রুত সময়ে রাস্তা মেরামত এবং সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কাছে দাবি জানান। আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু না হলে জনগণের পক্ষে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। উল্লেখ্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা মানববন্ধন না করার অনুরোধ করেন এবং তিনি দাবি করেন রাস্তার কাজের টেন্ডার ১২ তারিখ হয়েছে এবং কার্যাদেশ খান সন্স পেয়েছে। যদিও তার দাবির পক্ষে কোন অফিশিয়াল কাগজ-পত্র দেখাতে পারেনি এবং সংবাদমাধ্যমেও কথা বলতেও তিনি অপারগতা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network