২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

বেতাগীতে রাস্তায় ওয়েল্ডিং, কারখানার আলোক রশ্মিতে জনস্বাস্থ্য হুমকির সম্মূখীন।

আপডেট: নভেম্বর ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সৈয়দ নূর-ই আলমঃ

বরগুনার বেতাগীতে যত্রতত্র সড়কগুলোর দুই পাশে গড়ে উঠেছে ওয়েল্ডিং কারখানা । পরিবেশ আইন না মেনে এসব কারখানার প্রভাবে চোখে আলোক রশ্মি প্রবেশ করে রেটিনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত্রতত্র কারখানা গড়ে ওঠায় ঝালাইকালে তীর্যক অতিবেগুনী রশ্মির বিচ্ছুরণ ও উচ্চ শব্দ ছড়িয়ে পড়ায় বিপদগামী হচ্ছে কোমলমতি শিশু, স্কুল কলেজগামী ছাত্রছাত্রী,পথচারী, বিশেষ করে গর্ভবর্তী নারী ও বয়স্করা। ফলে পরিবেশের উপর পড়েছে বিরুপ প্রভাব এবং জনস্বাস্থ্য হয়ে উঠেছে হুমকীর সম্মূখীন।

গত কয়েকদিন ধরে উপজেলার প্রথম শ্রেণির পৌরসভাসহ ও ৭টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারগুলো সরেজমিনে ঘুরে দেখা গেল, বিবিচিনি বাসস্ট্যান্ড, দেশান্তরকাঠী, ফুলতলা, পুটিয়াখালী, ঝোপখালী, বেতাগী পৌরসভার বাসস্ট্যান্ড ও বাজার সড়কের দু পাশে, হাসপাতাল সড়ক, বেলি ব্রিজ বাজার, বাসন্ডা পুলেরহাট, জলিসা বাজার, বটতলা, মোকামিয়া বাজার, মোকামিয়া মাদরাসা বাজার, কাজিরহাট, কাউনিয়া, বদনীখালী, কুমড়াখালী, মায়ার হাট, চান্দখালী বাজারসহ এসব ছোট বড় ২০টি হাট বাজারের দু ‘পাশে শতাধিক যত্রতত্র ওয়েল্ডিং কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় সাড়ে ৩ শতাধিক শিশু ও যুবক শ্রমিক প্রতিনিয়ত কাজে সম্পৃক্ত রয়েছে। এসব কারখানায় খোলা স্থানে সড়কের পাশে জনসম্মূখে দিনে রাতে চলছে ওয়েল্ডিংয়ের কাজ। এছাড়া প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কের দু‘পাশ দখল করে বাস এবং ট্রাকের জোড়াতালি ও ওয়েল্ডিং,গাড়ির পার্টস কাটা ছেঁড়া ও জোড়া লাগানোর কাজ ও ঝালাই দেওয়া, পুরোনো আনফিট গাড়ি জোড়াতালি দেওয়া, ঝালাই দেওয়া ও রং করা ইত্যাদি। সড়কের দু‘পাশে গড়ে উঠা এসব দোকানের বাক্স, দরজা ও জানালার গ্রীল, লোহার রড ইত্যাদি ফুটপাত দখল করে রাখায় পথচারীদের মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে। আবাসিক এলাকার প্রধান সড়কগুলোর দু‘পাশে খোলামেলাভাবে ওয়েল্ডিংয়ের কাজ করায় বিপর্যয়ের মধ্যে পড়েছে পুরো সংশ্লিষ্ট এলাকাবাসী। এতে করে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পথচারী চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেতাগী পৌরসভার একাধিক বাসিন্দা বলেন,‘ প্রশাসন সচেতন হলে কারখানার মালিকরা এ ধরণের কাজ করতে পারে না , আমরা চাই প্রশাসনের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হোক।’ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মিজানুর রহমান বলেন,‘ রাস্তার পাশে ওয়েল্ডিং কারখানার আসবাবপত্র না রেখে কাজ করার জন্য নিদের্শ দিয়েছি, আইন না মানলে বা খামখেয়েলীপনা করলে প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্নস্থানে দেখা গেছে, খোলা জায়গায় ওয়েল্ডিংয়ের কাজ করায় পথচারীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি পাশাপাশি স্কুলগামী শিশু শিক্ষার্থীরা কৌতুহলবশতঃ ওয়েল্ডিংয়ের কাজ দেখায় চোখের রেটিনা ও লেন্সে ক্ষতি ডেকে আনছে। ওয়েল্ডিং কারখানার সাথে সম্পৃক্ত যুবক ও শিশু শ্রমিকরা চোখে কালো গ্লাস ব্যবহার করছে না। ওয়েল্ডিংয়ের কাজের সময় তীব্র তীর্যক আলোর বিচ্ছুরণের ফলে অতিবেগুনী রশ্মি যাতে বাহিরে যেতে না পারে এজন্য ঘরের ভিতর আড়াল করে এবং কালো কাপড় দিয়ে ঢেকে কাজ করার নিয়ম রয়েছে। কিন্তু এখানকার শ্রমিকরা এসব নিয়ম মানছে না। ওয়েল্ডিং কাজের ক্ষতিকারক প্রভাব সর্ম্পকে বেতাগী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন,‘ ওয়েল্ডিংয়ের অতিবেগুনী আলোক রশ্মি সরাসরি চোখের ভিতরে প্রবেশ করলে রেটিনা ও লেন্স ক্ষতিগ্রস্ত করে, দৃষ্টির ব্যাপিÍ হ্রাস করে ধীরে ধীরে অন্ধ করে দিতে পারে। এছাড়া চোখের পানি পড়া, যন্ত্রনা, জ্বালাপোড়াসহ নানা সমস্যা হতে পারে।’

সামান্য সংখ্যক এ কারখানাগুলোতে পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র ও ব্যবসায়িক কাজের জন্য কোন লাইসেন্স থাকলেও অধিকাংশতেই নেই কোন ছাড়পত্র ও লাইসেন্স। প্রশাসনের যথাযথ তদারকি না থাকার কারণে কারখানার সাথে জড়িতরা পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স নিতে আগ্রহ হারাচ্ছে। এ কাজের সাথে সম্পৃক্ত বেতাগী বাসস্ট্যান্ডের ওয়েল্ডিংব্যবসায়ী আব্দুল হালিম বলেন,‘ খোলাভাবে কাজ করলে চোখের ক্ষতি এটা আমরা বুঝি কিন্তু কেউ কালো কাপড় ব্যবহার করছে না তাই আমিও খুলে রেখেছি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,‘ ইতোমধ্যে ওয়েল্ডিং কারখানার এ সকল অভিযোগ পেয়েছি এবং অতিশীঘ্রই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network