• ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

উলানিয়া দক্ষিণ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ প্রার্থীর হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ!

report71
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০, ১৬:০৬ অপরাহ্ণ
উলানিয়া দক্ষিণ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আ’লীগ প্রার্থীর হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ উলানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আবদুল হালিম চৌধুরী মিলন এর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের ৫ সমর্থক গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে! আহতরা হলেন, নাছির উদ্দিন চুন্নু(৩০), তাহের(২৬), বাকের(২৪),জাহের(৩২) ও জহিরুল ইসলাম (৩৫)। এসময় পুলিশের একটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে সমর্থকরা। স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিম চৌধুরী মিলনের বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর এলোপাথাড়ি হামলা চালায়! এই হামলায় স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের কয়েকজন সমর্থক গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশের একটি মটর সাইকেলে অগ্নিসংযোগ করেছে বলে জানান এ,এস,আই ইন্দ্রোজিৎ। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন আওয়ামী লীগ প্রার্থী কাজী আবদুল হালিম চৌধুরী মিলন। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন জানান, দুই প্রর্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পুলিশের মটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।