২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই শিক্ষার মান নেমে যাওয়ায় উদ্বেগ শিক্ষার মান উন্নয়ন না হলে শুধু বদলী নয় কঠোর ব্যবস্থা নেয়া হবে-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ৭ মার্চের ঐতিহাসিক ভাষন পাঠ করলো ৭’শ শিক্ষার্থী

৩০ সেকেন্ডে করোনা ধ্বংসের মাউথওয়াশ আসছে!

আপডেট: নভেম্বর ২৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য সরকার ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। এরইমধ্যে মাত্র ৩০ সেকেন্ডে করোনার মতো জীবাণু ধ্বংসের একটি মাউথওয়াশ বাংলাদেশের বাজারে আনার কথা জানিয়েছে ইউনিলিভার।

সামনের মাসে এই পণ্যটি ভারতের বাজারে পাওয়া যাবে। আর বাংলাদেশ সরকার অনুমতি দিলে তা বাজারে আনার জন্য দিনক্ষণ ঠিক করবে প্রতিষ্ঠানটি।

ইউনিলিভার থেকে জানানো হয়েছে এই নতুন মাউথওয়াশে ব্যবহৃত হয়েছে সিপিসি টেকনোলজি। একইসাথে একেবারে নতুন ফর্মূলা ব্যবহার করা হয়েছে এই মাউথওয়াশে।

ইউনিলিভারের কর্মকর্তারা বলেছেন, ‘এই মাউথওয়াশটি কোন করোনার প্রতিষেধক নয় বা করোনাকে ছড়াতেও বাধা দিবে না। কিন্তু মুখ ও গলায় অবস্থিত করোনা ভাইরাসকে ধ্বংস করতে এটি সক্ষম হবে।’

মাউথওয়াশটির ব্যবহারের গুরুত্ব সম্পর্কে ইউনিলিভার জানিয়েছে, মুখে ভাইরাসের সংখ্যা কমলে তার বিস্তারও কমবে। তাদের মতে, হাত বারবার ধোয়া, স্যানিটাইজার ব্যবহার করা কিংবা মাস্ক পরার পাশাপাশি মাউথওয়াশের ব্যবহারও ভাইরাসটির হাত থেকে বাঁচতে সুবিধা হবে।

ইউনিলিভার সংস্থার ‘ওরাল কেয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ বিভাগের প্রধান জি রবার্টস বলেছেন, ‘এখন পর্যন্ত হওয়া পরীক্ষার ভিত্তিতে আমরা বলতে পারি, এই নতুন মাউথওয়াশ মুখের মধ্যে অবস্থিত করোনা ভাইরাসের বিরুদ্ধে দারুণ কার্যকর। নতুন ফর্মুলায় তৈরি এই মাউথওয়াশ নিয়ে গবেষণার ফলাফল আমরা সারা বিশ্বকে জানিয়েছি।’

ইউনিলিভার বাংলাদেশের বাজারে দ্রুত পণ্যটি ছাড়ার অনুমোদন চেয়ে আবেদন করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network