২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

তামিমের বরিশালের মাঝারি সংগ্রহ

আপডেট: ডিসেম্বর ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু করে ফরচুন বরিশাল। কিন্তু শুরু ছন্দ ধরে রাখতে পারেনি তামিম ইকবালের দল। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে গাজী গ্রুপ চট্টগ্রামকে মাঝরি লক্ষ্য দিতে পারছে তারা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৯ রান করে ফরচুন বরিশাল। ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন সাইফ হাসান।

টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসান। ওপেনিং জুটিতে দুজন মিলে তোলেন ৮৭ রান। অবশ্য শূন্য রানেই বিদায় নিতে পারতেন তামিম। মেহেদী হাসানের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন তামিম, কভারে সেই ক্যাচ ফেলে তামিমকে জীবন উপহার দেন সৈকত।

ব্যক্তিগত ১৪ রানে আরেকবার জীবন পান তামিম। দ্বিতীয় দফায় তামিমকে বাঁচিয়ে দেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। সহজ ক্যাচ ধরেও ছেড়ে দেন তিনি। দুই দফায় জীবন পেয়ে শেষ পর্যন্ত ৪৩ রানে থামেন তামিম। ৩৯ বলে তাঁর ইনিংসে ছিল পাঁচ বাউন্ডারি।

তামিমের পর আউট হয়ে ফিরেন সাইফ। ৪৬ রানের মাথায় তাঁকে এলবির ফাঁদে ফেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৩৩ বলে তাঁর ইনিংসে ছিল ছয় বাউন্ডারি দুই ছক্কা।

দুই ওপেনারের ফেরার পর উইকেট বিলাতে থাকে বরিশাল। নিজেকে মেলে ধরতে পারেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। ১৪ রানে জিয়াউর রহমানের বলে ফিরে যান তিনি। ব্যর্থ হন তৌহিদ হৃদয়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি বরিশাল। নির্ধারিত ওভারে ১৪৯ রানে থামে তামিম ইকবালের দল।

সংক্ষিপ্ত স্কোর

ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৪৯/৬ (তামিম ৪৩, সাইফ ৪৬, পারভেজ ১৪, তৌহিদ ৪, মিরাজ ১, শুক্কুর ২, সুমন ৬, আফিফ ২৮; সৈকত ৪-০-১৬-২, নাহিদুল ৩-০-২৮-০, মেহেদী ৪-০-৩২-০, সঞ্জিত ৪-০-২২-২, রুহেল ২-০-২২-০, জিয়াউর ৩-০-২৫-২)।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network