আপডেট: ডিসেম্বর ৩০, ২০২০
বরিশাল ব্যুরো
বিজয়ের মাস উপলক্ষে যুগান্তর বরিশাল ব্যুরোর আয়োজনে গানের জলসা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে যুগান্তর বরিশাল ব্যুরো অফিস মিলনায়তনে এই জলসা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ব্যাকস্টেজ ব্যান্ডের ভোকাল রাজিব আল রুদ্র ও কোলকাতার শান্তি নিকেতনের শিক্ষার্থী আবির মজুমদার শুভ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীন, চন্দ্রমুখী বিউটি র্পালারের স্বত্তাধিকারী শারমিন লিপি, বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, নিউজ বাংলার বিভাগীয় প্রতিনিধি তন্ময় দাস, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, বেসরকারি সংস্থার কর্মকর্তা শারমিন লুনা, পিনিউজ২৪.কমের প্রকাশক অনিকেত মাসুদ, সহকারী নাট্য পরিচালক অমিত মাতুব্বর, দি অডেশাস্ এর সভাপতি দুর্জয় সিংহ জয়, চিত্রশিল্পী পার্থ, সিনেমাটোগ্রাফার সৌরভ মজুমদার, অসিম, নাদি হকসহ অন্যান্য অতিথিরা। ##